নোবিপ্রবির আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমআইএস বিভাগ
নোবিপ্রবির আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সোশিয়লজি বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।
আজ সোমবার (১১ মার্চ ২০২৪) বিকাল ৪:১৫ মিনিটে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় হাফ টাইমের আগেই ১ গোল দিয়ে সোশিয়লজি বিভাগ থেকে এগিয়ে যায় এমআইএস বিভাগ। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় এমআইএস বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়।
এমআইএস বিভাগের হয়ে গোল করেন দলটির অধিনায়ক মনিরুজ্জামান আকাশ। তিনি বলেন, এটা আমাদের প্রথম ফাইনাল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম ম্যাচ জিতবো। ডিপার্টমেন্টের সবার সাপোর্ট আর প্লেয়াদের পরিশ্রমের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে পেরেছি।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন এমআইএস বিভাগের মনিরুজ্জামান আকাশ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন সোশিয়লজি বিভাগের রবিউল আউয়াল পিয়াস।
এর আগে আইন বিভাগকে হারিয়ে রাউন্ড সিক্সটিন, ওশানোগ্রাফি বিভাগকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল, এগ্রিকালচার বিভাগকে হারিয়ে সেমিফাইনাল এবং ইএসডিএম বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে এমআইএস বিভাগ।
উল্লেখ্য, এবার প্রথম আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এমআইএস বিভাগ। প্রথমবার খেলেই তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।