নৌকার প্রার্থীকে হারিয়ে মিষ্টি বিতরণঃ ঝিনাইদহ-২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে মিষ্টি বিতরণ করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের আমন্ত্রণ জানানো হয়। আয়োজনে শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি মহুল তার ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ঝিনাইদহের ৪টি আসনের ৩টিতে নৌকা আর ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. আব্দুল হাই ৯৫ হাজার ৬শ ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৭২৮ ভোট।
ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. নাসের শাহরিয়ার জাহেদী ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।
ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মো. সালাহ উদ্দিন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. শফিকুল আজম খাঁন চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।
ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার) ৯৫ হাজার ৯০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ৯৪।