ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় ফেরিডুবিতে আরও একটি ট্রাক উদ্ধার

নিজস্ব সংবাদ

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ট্রাকটি উদ্ধার করে। এর আগে গতকাল বুধবার দুইটি ট্রাক উদ্ধার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধারকাজে যোগ দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে উদ্ধারকারী জাহাজ রুস্তম ট্রাকটি উদ্ধার করে পন্টুনে নিয়ে আসে। এ ছাড়া দুপুর আড়াইটা থেকে আরেক উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে যানবাহন উদ্ধারের চেষ্টা করছে।

এদিকে বিকেল ৩টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একেএম মতিউর রহমান ৫ নম্বর ঘাট এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকে বলেন, হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে। এ ছাড়া উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা দিয়ে যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
৮৫ বার পড়া হয়েছে

পদ্মায় ফেরিডুবিতে আরও একটি ট্রাক উদ্ধার

আপডেট সময় ০৬:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ট্রাকটি উদ্ধার করে। এর আগে গতকাল বুধবার দুইটি ট্রাক উদ্ধার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধারকাজে যোগ দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে উদ্ধারকারী জাহাজ রুস্তম ট্রাকটি উদ্ধার করে পন্টুনে নিয়ে আসে। এ ছাড়া দুপুর আড়াইটা থেকে আরেক উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে যানবাহন উদ্ধারের চেষ্টা করছে।

এদিকে বিকেল ৩টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একেএম মতিউর রহমান ৫ নম্বর ঘাট এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকে বলেন, হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে। এ ছাড়া উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা দিয়ে যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে।