পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষনা, অধিনায়ক উইলিয়ামসন
মাঠের খেলায় ফিরছেন কেইন উইলিয়ামসন। বিগত আইপিএলে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠে আসা-যাওয়ার মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক। বিশ্বকাপে এসেছিলেন খানিক শঙ্কা নিয়ে। বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকলেও ছিলেন না সাদা বলের ফরম্যাটে। এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবার ক্রিকেটে ফিরছেন উইলিয়ামসন।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরিপূর্ণ ঝুঁকি নিতেও রাজি না নিউজিল্যান্ড। যে কারণে পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচে আবার বিশ্রামে যাবেন তিনি। সেই ম্যাচে অধিনায়ক থাকবেন মিচেল স্যান্টনার। বিশ্রামের তালিকায় আছে বিশ্বকাপে আলো ছড়ানো রাচীন রবীন্দ্রের নাম।
নিউজিল্যান্ড স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।