ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ কর্মস্থলে আসার শেষ সময় বৃহস্পতিবার, না এলে পলাতক ঘোষণা

নিজস্ব সংবাদ

কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা আগামী ১৫ আগস্টের (বৃহস্পতিবার) মধ্যে কর্মস্থলে যোগ না দিলে তাদের পলাতক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পুলিশ সদস্যদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মবিরতিতে থাকা অনেক পুলিশ সদস্য এখনও যোগদান করেনি। তাদের জন্য শেষ সময় হচ্ছে বৃহস্পতিবার।

আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।

তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী, ছোট দোষী যে-ই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের পদত্যাগের পর গণভবন, সংসদ ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
১২১ বার পড়া হয়েছে

পুলিশ কর্মস্থলে আসার শেষ সময় বৃহস্পতিবার, না এলে পলাতক ঘোষণা

আপডেট সময় ০৬:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা আগামী ১৫ আগস্টের (বৃহস্পতিবার) মধ্যে কর্মস্থলে যোগ না দিলে তাদের পলাতক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পুলিশ সদস্যদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মবিরতিতে থাকা অনেক পুলিশ সদস্য এখনও যোগদান করেনি। তাদের জন্য শেষ সময় হচ্ছে বৃহস্পতিবার।

আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।

তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী, ছোট দোষী যে-ই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের পদত্যাগের পর গণভবন, সংসদ ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।