প্রতীক পেয়ে উচ্ছাসিত সেলিম ওসমান, নারায়নগঞ্জ-৫
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে দেশের সব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিক পেয়ে উচ্ছাসিত নারায়গঞ্জ-৫ আসনের নাঙ্গল প্রার্থী সেলিম ওসমান।
উল্লেখ যে, নারায়ণগঞ্জ- ৫ (সদর ও বন্দর থানা) আসনটিতে গত সংসদ নির্বাচনেও (একাদশ) মহাজোটের নেতৃত্বাধীন আওয়ামী লীগ তাদের শরিক দল জাতীয় পার্টিকে ছাড় দেয়৷ ওইবার লাঙল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম ওসমান৷ এবারও সেলিম ওসমান জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ ২৯৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে৷ বাকি দুটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনটি ফাঁকা রেখেছে দলটি৷
ট্যাগস :