ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

ওয়াসিফ আল আবরার, ইবি

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে শাখা ছাত্রলীগের বিভিন্ন হল ও অন্যান্য ইউনিটের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ছাত্রলীগের দলীয় ট্রেন্ট থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পার্শ্ববর্তী শেখ পাড়া বাজার হয়ে আবার দলীয় টেন্টে এসে সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, ছাত্রলীগ কর্মী কামাল হোসেন, রতন রায়সহ শতাধিক নেতাকর্মী।

আনন্দ মিছিল শেষে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ইবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই । আমরা আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি চলমান রাখবো। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকের এই আনন্দ মিছিলের পর প্রতি সপ্তাহে বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবো। পাশাপাশি পর্যায়ক্রমে ছয়টি ফ্যাকাল্টি এবং হল শাখার কর্মীসভার মাধ্যমে আমাদের কার্যক্রম আরো গতিশীল করে তোলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
১৫২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

আপডেট সময় ০১:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে শাখা ছাত্রলীগের বিভিন্ন হল ও অন্যান্য ইউনিটের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ছাত্রলীগের দলীয় ট্রেন্ট থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পার্শ্ববর্তী শেখ পাড়া বাজার হয়ে আবার দলীয় টেন্টে এসে সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, ছাত্রলীগ কর্মী কামাল হোসেন, রতন রায়সহ শতাধিক নেতাকর্মী।

আনন্দ মিছিল শেষে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ইবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই । আমরা আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি চলমান রাখবো। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকের এই আনন্দ মিছিলের পর প্রতি সপ্তাহে বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবো। পাশাপাশি পর্যায়ক্রমে ছয়টি ফ্যাকাল্টি এবং হল শাখার কর্মীসভার মাধ্যমে আমাদের কার্যক্রম আরো গতিশীল করে তোলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।