ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রার্থীরা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন নিজ এলাকার ভোট কেন্দ্র – খুলনা ৩

মামুনুর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। শীতের কুয়াশা উপেক্ষা করে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। খুলনা ৩ আসনের ১২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলোতে শুরুর তুলনায় বেলা বাড়ার সাথে সাথে ক্রমেই বাড়তে শুরু করেছে ভোটারদের উপস্থিতি। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।

এদিকে ভোটগ্রহণ শুরুর পর থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি।

সকাল ৮টা ১৫ মিনিটে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের মহাসিন কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা সবেমাত্র আসতে শুরু করেছে।

এ কেন্দ্রে ভোট দিতে আসা মো. মুসা বলেন, সকালে ভীড় একটু ঠাণ্ডা থাকায় আগেই ভোট দিতে এসেছি। কোনো ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি।

এদিকে, নগরীতে দিনব্যাপী চুক্তিতে ভাড়া নেওয়া অটোতে করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ভোটারদের। প্রার্থীদের পক্ষে ভাড়া নেওয়া হয়েছে অটোগুলো। অনেকেই নিজ দ্বায়িত্বে রিক্সায় করে যাওয়া-আসা করছেন ভোট কেন্দ্রে।

প্রার্থীরা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন বিভিন্ন কেন্দ্রের ভোটের পরিস্থিতি। বেলা ১১টার দিকে ১২ নম্বর ওয়ার্ডের প্রভাতী স্কুল কেন্দ্রে খোঁজ-খবর নিতে দেখা যায় এসএম কামাল নৌকার প্রার্থীকে।

এর আগে মহাসিন কলেজ কেন্দ্রের সামনে দেখা যায় লাঙলের প্রার্থী আব্দুল্লাহ আল মামুনকে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ নম্বর আসন থেকে এমপি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন লাঙল, গোলাপফুল, ঈগল ও নৌকা মার্কা নিয়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
১২১ বার পড়া হয়েছে

প্রার্থীরা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন নিজ এলাকার ভোট কেন্দ্র – খুলনা ৩

আপডেট সময় ০৬:০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। শীতের কুয়াশা উপেক্ষা করে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। খুলনা ৩ আসনের ১২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলোতে শুরুর তুলনায় বেলা বাড়ার সাথে সাথে ক্রমেই বাড়তে শুরু করেছে ভোটারদের উপস্থিতি। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।

এদিকে ভোটগ্রহণ শুরুর পর থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি।

সকাল ৮টা ১৫ মিনিটে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের মহাসিন কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা সবেমাত্র আসতে শুরু করেছে।

এ কেন্দ্রে ভোট দিতে আসা মো. মুসা বলেন, সকালে ভীড় একটু ঠাণ্ডা থাকায় আগেই ভোট দিতে এসেছি। কোনো ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি।

এদিকে, নগরীতে দিনব্যাপী চুক্তিতে ভাড়া নেওয়া অটোতে করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ভোটারদের। প্রার্থীদের পক্ষে ভাড়া নেওয়া হয়েছে অটোগুলো। অনেকেই নিজ দ্বায়িত্বে রিক্সায় করে যাওয়া-আসা করছেন ভোট কেন্দ্রে।

প্রার্থীরা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন বিভিন্ন কেন্দ্রের ভোটের পরিস্থিতি। বেলা ১১টার দিকে ১২ নম্বর ওয়ার্ডের প্রভাতী স্কুল কেন্দ্রে খোঁজ-খবর নিতে দেখা যায় এসএম কামাল নৌকার প্রার্থীকে।

এর আগে মহাসিন কলেজ কেন্দ্রের সামনে দেখা যায় লাঙলের প্রার্থী আব্দুল্লাহ আল মামুনকে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ নম্বর আসন থেকে এমপি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন লাঙল, গোলাপফুল, ঈগল ও নৌকা মার্কা নিয়ে।