ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুলের কাছে ক্ষমা চাইলেন জয়নুল আবদিন ফারুক

নিজস্ব সংবাদ

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ক্ষমা চেয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে জনগণ আমাদের সঙ্গে থাকলেও রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের জন্য আমরা কিছু করতে পারেনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।

ফারুক বলেন, সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে। অথচ তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা সৎ আছি, ন্যায়ের পথে আছি। এজন্য বিদেশের মাটিতে আমাদের নেত্রীর এক ছটাক জমিও নেই।

তিনি আরও বলেন, এই সরকার এতো বছর পরও সাগর-রুনি হত্যার চার্জশিট তৈরি করতে পারেনি। অথচ তারা আইনের শাসন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন।বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, যদি তারা গণতন্ত্রে বিশ্বাস করতো তাহলে দিনের ভোট রাতে করতো না।

সরকার একদিকে বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা, অন্যদিকে তৈরি করে সিন্ডিকেট বলে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, এসবের বিরুদ্ধে কথা বললেই আগুন সন্ত্রাসের উপাধি দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে

ফখরুলের কাছে ক্ষমা চাইলেন জয়নুল আবদিন ফারুক

আপডেট সময় ০২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ক্ষমা চেয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে জনগণ আমাদের সঙ্গে থাকলেও রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের জন্য আমরা কিছু করতে পারেনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।

ফারুক বলেন, সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে। অথচ তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা সৎ আছি, ন্যায়ের পথে আছি। এজন্য বিদেশের মাটিতে আমাদের নেত্রীর এক ছটাক জমিও নেই।

তিনি আরও বলেন, এই সরকার এতো বছর পরও সাগর-রুনি হত্যার চার্জশিট তৈরি করতে পারেনি। অথচ তারা আইনের শাসন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন।বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, যদি তারা গণতন্ত্রে বিশ্বাস করতো তাহলে দিনের ভোট রাতে করতো না।

সরকার একদিকে বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা, অন্যদিকে তৈরি করে সিন্ডিকেট বলে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, এসবের বিরুদ্ধে কথা বললেই আগুন সন্ত্রাসের উপাধি দেওয়া হয়।