ফেঞ্চুগঞ্জে অসহায় পরিবারের মধ্যে অর্থ বিতরণ
ফেঞ্চুগঞ্জে ৯ জন অসহায়, দরীদ্র এবং অসুস্হ মানুষকে ১ লক্ষ ২৮ হাজার টাকার অনুদান বিতরন করেছেন সিলেট মিডিয়া কর্পোরেশন ও ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের সাবলম্ভী প্রকল্পের আওতায় এ অর্থ বিতরন করা হয়েছে।
৭ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবে অর্থ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ। ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং গ্রুপে ট্রেজারার আব্দুর জাবিদের পরিচালনায় অর্থ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহবুবুল আলম, মিডিয়া কর্পোরেশের ও উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সম্বন্নয়কারী সিরাজুল ইসলাম সাজুল, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, প্রবাসী জুয়েল আহমদ।
দুঃঘর্টনায় আহত ২ ব্যক্তিকে ৬৫ হাজার, স্বাবলম্বী হতে এক ব্যক্তিকে ১৫ হাজার, দরীদ্র একজন বিদুৎত মেস্তরীকে ৫ হাজার টাকা, ১ জন কিডনী রোগীর চিকিৎসায় ২০ হাজার টাকা, কন্যা দায়গ্রস্হ এক পরিবারকে ১০ হাজার টাকা, একজন হার্নিয়া রোগীর চিকিৎসায় ৮ হাজার টাকা প্রদান করা হয়। সভায় প্রবাসে অবস্হানরত যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বক্তারা।