ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে যুবলীগের দুপক্ষের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ, আহত ১০

নিজস্ব সংবাদ

ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় স্থানীয় যুবলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি জ্যাকি ও সম্পাদক শুভর অনুসারীদের সঙ্গে কারাগার থেকে সদ্য জামিনে মুক্তি পাওয়া যুবলীগ নেতা সাব্বিরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে মো. মানিক নামে এক কিশোর গুলিবিদ্ধ ও সাব্বিরের অনুসারীদের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের শাহীন একাডেমী সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. মানিককে (১৬) আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। ফেনীতে সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করে। মানিক স্থানীয় একটি রড-সিমেন্ট দোকানের কর্মচারী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছুদিন আগে শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কের ধানসিঁড়ি রেস্তোরায় হামলার অন্যতম আসামি যুবলীগ নেতা সাব্বির জেল থেকে জামিনে বের হয়ে আসায় শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় তার অনুসারীরা শোডাউন দেন। এ সময় শাহীন একাডেমী এমরান মিয়ার কলোনি সংলগ্ন স্থানে জ্যাকি-শুভর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছে। 

জানা গেছে, কিশোর-গ্যাং দ্বন্দ্বের জেরে গত ২৯ সেপ্টেম্বর ফেনী শহরের পাঠানবাড়ি রোডের মাথায় ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সফিউল্লাহ শুভর ধানসিঁড়ি রেস্তোরায় হামলা করে যুবলীগ নেতা পিটু বাহিনীর সদস্যরা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন শুভ ও তার মামা ওবায়দুল হক। পরে পিটু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম পিটু ও তার প্রধানসহযোগী যুবলীগ নেতা সাব্বিরসহ ৩১ জনের নামে মামলা দায়ের করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
২৫৭ বার পড়া হয়েছে

ফেনীতে যুবলীগের দুপক্ষের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ, আহত ১০

আপডেট সময় ০৭:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় স্থানীয় যুবলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি জ্যাকি ও সম্পাদক শুভর অনুসারীদের সঙ্গে কারাগার থেকে সদ্য জামিনে মুক্তি পাওয়া যুবলীগ নেতা সাব্বিরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে মো. মানিক নামে এক কিশোর গুলিবিদ্ধ ও সাব্বিরের অনুসারীদের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের শাহীন একাডেমী সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. মানিককে (১৬) আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। ফেনীতে সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করে। মানিক স্থানীয় একটি রড-সিমেন্ট দোকানের কর্মচারী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছুদিন আগে শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কের ধানসিঁড়ি রেস্তোরায় হামলার অন্যতম আসামি যুবলীগ নেতা সাব্বির জেল থেকে জামিনে বের হয়ে আসায় শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় তার অনুসারীরা শোডাউন দেন। এ সময় শাহীন একাডেমী এমরান মিয়ার কলোনি সংলগ্ন স্থানে জ্যাকি-শুভর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছে। 

জানা গেছে, কিশোর-গ্যাং দ্বন্দ্বের জেরে গত ২৯ সেপ্টেম্বর ফেনী শহরের পাঠানবাড়ি রোডের মাথায় ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সফিউল্লাহ শুভর ধানসিঁড়ি রেস্তোরায় হামলা করে যুবলীগ নেতা পিটু বাহিনীর সদস্যরা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন শুভ ও তার মামা ওবায়দুল হক। পরে পিটু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম পিটু ও তার প্রধানসহযোগী যুবলীগ নেতা সাব্বিরসহ ৩১ জনের নামে মামলা দায়ের করা হয়।