ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার কাহালুতে ভ্রাম্যমাণ আদালতে ২ বালু দস্যু আটক: ৩টি ট্রাক জব্দ

তৌফিক হাসান, কাহালু, বগুড়া

 

বগুড়ার কাহালু বালু মহল মাটি ব্যাবস্হাপনা আইনে মামলা ২ জন বালু দুস্য আটক ও ৩ টি ট্রাক জব্দ করা হয়েছে। 

বগুড়ার কাহালু  গতকাল শনিবার কাহলু উপজেলা নিবার্হী  অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রট মোছাঃ মেরিনা আফরোজ উপজেলার বিভিন্ন জায়গায়  অবৈধ ভাবে বালু  উত্তোলন ও  মাটি খনন ভরাটের উপর ভ্রাম্যমাণ মোবাইল কোট  পরিচালনা করেন।ভ্রাম্যমাণ  মোবাইল কোট পরিচালনার সময় তার নিদর্শে কাহালু উপজেলা কালাই ইউনিয়ন ভূমি সহকারী অফিসার মোঃ লিটন কবিরাজ বাদী হয়ে ২০১০ সালের বালু মহল ও মটি ব্যবস্হপনায়  আইনে  গত  শনিবার  কাহালু থানায় ২ জন  বালু দুস্যর বিরুদ্ধে লিটন মিয়া( ৩২) ও মোঃ সাইফুল ইসলাম হাসু (৫২)বিরুদ্ধে অভিযোগ করেন।

কাহালু থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে  রবিবার (১৪ জানুয়ারি)   অভিযোগ টি মামলা হিসেবে রেকর্ড করেন মামলা নং ৮  মামলায়   কালাই ইউনিয়ন ঘোন পাড়া গ্রামের  মোফাজ্জল হোসেন মোফার ছেলে লিটন মিয়া এবং  একই এলাকার জিল্লুর রহমান ছেলে মোঃ  সাইফুল ইসলাম হাসু।

অপর দিকে  কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নে শিকড়  এলাকা থেকে অবৈধ ভাবে কৃষি জমি থেকে খনন ও   মাটি ভরাট করার অপরাধে গতকাল শনিবার রাতে   ৩ টি মাটি  বহন কারী ট্রাক মাটি সহ  জব্দ করেন ।

এ ট্রাক গুলো  কাহালু থানাতে জব্দ আছে। উক্ত থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
৬১ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালুতে ভ্রাম্যমাণ আদালতে ২ বালু দস্যু আটক: ৩টি ট্রাক জব্দ

আপডেট সময় ১১:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

 

বগুড়ার কাহালু বালু মহল মাটি ব্যাবস্হাপনা আইনে মামলা ২ জন বালু দুস্য আটক ও ৩ টি ট্রাক জব্দ করা হয়েছে। 

বগুড়ার কাহালু  গতকাল শনিবার কাহলু উপজেলা নিবার্হী  অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রট মোছাঃ মেরিনা আফরোজ উপজেলার বিভিন্ন জায়গায়  অবৈধ ভাবে বালু  উত্তোলন ও  মাটি খনন ভরাটের উপর ভ্রাম্যমাণ মোবাইল কোট  পরিচালনা করেন।ভ্রাম্যমাণ  মোবাইল কোট পরিচালনার সময় তার নিদর্শে কাহালু উপজেলা কালাই ইউনিয়ন ভূমি সহকারী অফিসার মোঃ লিটন কবিরাজ বাদী হয়ে ২০১০ সালের বালু মহল ও মটি ব্যবস্হপনায়  আইনে  গত  শনিবার  কাহালু থানায় ২ জন  বালু দুস্যর বিরুদ্ধে লিটন মিয়া( ৩২) ও মোঃ সাইফুল ইসলাম হাসু (৫২)বিরুদ্ধে অভিযোগ করেন।

কাহালু থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে  রবিবার (১৪ জানুয়ারি)   অভিযোগ টি মামলা হিসেবে রেকর্ড করেন মামলা নং ৮  মামলায়   কালাই ইউনিয়ন ঘোন পাড়া গ্রামের  মোফাজ্জল হোসেন মোফার ছেলে লিটন মিয়া এবং  একই এলাকার জিল্লুর রহমান ছেলে মোঃ  সাইফুল ইসলাম হাসু।

অপর দিকে  কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নে শিকড়  এলাকা থেকে অবৈধ ভাবে কৃষি জমি থেকে খনন ও   মাটি ভরাট করার অপরাধে গতকাল শনিবার রাতে   ৩ টি মাটি  বহন কারী ট্রাক মাটি সহ  জব্দ করেন ।

এ ট্রাক গুলো  কাহালু থানাতে জব্দ আছে। উক্ত থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেন।