বাংলাদেশ নিউজিল্যান্ডের ২য় ম্যাচ পরিত্যাক্ত, ৩য় ম্যাচ রোববার
তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো এগিয়ে থেকে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে টাইগাররা। কিন্তু বৃষ্টির কারণে মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবারের ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর ঘণ্টা খানেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। ফলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তোলে নিউজিল্যান্ড।
আগামী রোববার একই ভেন্যুতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
ট্যাগস :