ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাপড় ব্যবসায়ী নিহত

আঃ আজিজ, বিরামপুর 

দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে শফিকুল ইসলাম (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ৯ মার্চ সকাল ১১:২০ মিনিটের দিকে বিরামপুর স্টেশনের এক নম্বর প্লাটফরমে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৪৫) বিরামপুর উপজেলার নতুনবাজারের হাসান আলী শেখের ছেলে। নিহতের ছোট ভাই জীবন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে নিহতের ভাই জীবন ইসলাম বলেন, নিহত শফিকুল পরিবার নিয়ে ঢাকায় থাকেন। সেখানে তার কাপড়ের ব্যবসা রয়েছে। আজ সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্লাটফরমের নিচে পড়ে গিয়ে তার ডান হাত থেতলে যায়। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক মনিরা পারভীন বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম হাসপাতালে আনার আগেই মারা যান।

হিলি রেলওয়ের পুলিশ ফাঁড়ীর সাব-ইনপেক্টর রফিকুল ইসলাম জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট নির্ণয় করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
৬৯ বার পড়া হয়েছে

বিরামপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাপড় ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৫:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে শফিকুল ইসলাম (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ৯ মার্চ সকাল ১১:২০ মিনিটের দিকে বিরামপুর স্টেশনের এক নম্বর প্লাটফরমে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৪৫) বিরামপুর উপজেলার নতুনবাজারের হাসান আলী শেখের ছেলে। নিহতের ছোট ভাই জীবন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে নিহতের ভাই জীবন ইসলাম বলেন, নিহত শফিকুল পরিবার নিয়ে ঢাকায় থাকেন। সেখানে তার কাপড়ের ব্যবসা রয়েছে। আজ সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্লাটফরমের নিচে পড়ে গিয়ে তার ডান হাত থেতলে যায়। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক মনিরা পারভীন বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম হাসপাতালে আনার আগেই মারা যান।

হিলি রেলওয়ের পুলিশ ফাঁড়ীর সাব-ইনপেক্টর রফিকুল ইসলাম জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট নির্ণয় করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।