ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে কেন ইলিশ রপ্তানি করা হয়েছে তার কারন জানালেন উপদেষ্টা

নিজস্ব সংবাদ

ভারতে ইলিশ রপ্তানি অনুমোদন প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় করেছে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের যারা মৎস ব্যবসায়ী তাদের একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এরসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।’

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের সেই কমিটমেন্টটা এখনো আছে। আমরা বাংলাদেশের মানুষের ইলিশের প্রাপ্যতা যাতে নিশ্চিত করতে পারি। একটা দাম, যেটা আপনারা বলছেন-যে দাম বেড়ে গিয়েছে। আমার মনে হয় এটা মিডিয়া বলার কারণে আরও বেড়ে যাচ্ছে। এখনো মাছটা (ইলিশ) যায়নি। এখন মাত্র অনুমোদন হয়েছে। এখনো কাগজে আছে। যদি এর প্রভাবে দাম বাড়ে, আমরা মনে করি এটা বাড়া উচিত হবে না।

এর আগে গতকাল শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দেশে সরবরাহ বাড়াতে এ বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি। ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটা দামি মাছ। আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না। কারণ, সব ভারতে পাঠানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
১২০ বার পড়া হয়েছে

ভারতে কেন ইলিশ রপ্তানি করা হয়েছে তার কারন জানালেন উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

ভারতে ইলিশ রপ্তানি অনুমোদন প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় করেছে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের যারা মৎস ব্যবসায়ী তাদের একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এরসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।’

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের সেই কমিটমেন্টটা এখনো আছে। আমরা বাংলাদেশের মানুষের ইলিশের প্রাপ্যতা যাতে নিশ্চিত করতে পারি। একটা দাম, যেটা আপনারা বলছেন-যে দাম বেড়ে গিয়েছে। আমার মনে হয় এটা মিডিয়া বলার কারণে আরও বেড়ে যাচ্ছে। এখনো মাছটা (ইলিশ) যায়নি। এখন মাত্র অনুমোদন হয়েছে। এখনো কাগজে আছে। যদি এর প্রভাবে দাম বাড়ে, আমরা মনে করি এটা বাড়া উচিত হবে না।

এর আগে গতকাল শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দেশে সরবরাহ বাড়াতে এ বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি। ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটা দামি মাছ। আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না। কারণ, সব ভারতে পাঠানো হয়।