ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মহাসড়কে যাত্রীদের চাপ, গাড়ির সংকটে পিক-আপ ভ্যানেই আপন ঠিকানায় মানুষ

আনোয়ার সুলতান, সাভার

দুইদিনের ছুটি হওয়ায় বাড়ি ফিরছে মানুষ। ছুটির দিন শুক্রবার আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকার মহাসড়কগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের চাপ থাকলেও দুরপল্লার গাড়ির সংকটে পড়ছে আপন ঠিকানায় ফিরে যাওয়া মানুষগুলো। বাসের সিট না পেয়ে পিক-আপ ভ্যানেই বাড়ি ফিরছেন তারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে দেখা যায়, বাসের সিট না পেয়ে ট্রাক ও পিক-আপ ভ্যানে বাড়ির পথে যাত্রা শুরু করেন শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ।

শুক্রবার সরকারি ছুটি ও শনিবার ১৬ই ডিসেম্বরের ছুটি পাশাপাশি হওয়ায় টানা দুইদিনের ছুটি মিলেছে বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা ও শ্রমিকদের। এই সুযোগে অনেকে গ্রামের বাড়ি বা আত্নীয়-স্বজনের বাড়িতে যেতে ঢাকা ছাড়ছে। এতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে।

সরেজমিনে ঘুড়ে দেখা গেছে, দুরপাল্লা বাসের টিকিট কাউন্টার ও বাসস্ট্যান্ডে বাড়ি ফেরা মানুষের ভিড়। বাসের সিট না পেয়ে ট্রাক, পিক-আপ ভ্যানেও যাত্রীরা ফিরছে আপন ঠিকানায়। এসকল মানুষের মধ্যে কারখানার শ্রমিকরাই বেশি।

মোঃ শাহীন নামের এক শ্রমিক দেশ বার্তা ২৪ নিউজ ডটকমকে বলেন, ‘আজ শুক্রবার, কাল শনিবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এজন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। রাস্তায় গাড়ি কম কিন্তু যা আছে তাতে সিট নেই। আমার মতো অনেকেই যাচ্ছে। কেউ ট্রাকে আবার কেউ পিক-আপে। রাস্তায় গাড়ির থেকে মানুষই বেশি।’

পোশাক শ্রমিক আবিদ বলেন, অনেক দিন হলো বাড়িতে যাই না। শুক্র-শনি দুদিন ছুটি পেয়েছি তাই বাড়িতে যাচ্ছি। মাকে অনেকদিন দেখি না। একদিনের ছুটিতে যাওয়া সম্ভব হয় না। দুদিনের ছুটি পেয়েছি তাই ভাবলাম এই সুযোগে মাকে দেখে আসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
১১১ বার পড়া হয়েছে

মহাসড়কে যাত্রীদের চাপ, গাড়ির সংকটে পিক-আপ ভ্যানেই আপন ঠিকানায় মানুষ

আপডেট সময় ১২:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

দুইদিনের ছুটি হওয়ায় বাড়ি ফিরছে মানুষ। ছুটির দিন শুক্রবার আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকার মহাসড়কগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের চাপ থাকলেও দুরপল্লার গাড়ির সংকটে পড়ছে আপন ঠিকানায় ফিরে যাওয়া মানুষগুলো। বাসের সিট না পেয়ে পিক-আপ ভ্যানেই বাড়ি ফিরছেন তারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে দেখা যায়, বাসের সিট না পেয়ে ট্রাক ও পিক-আপ ভ্যানে বাড়ির পথে যাত্রা শুরু করেন শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ।

শুক্রবার সরকারি ছুটি ও শনিবার ১৬ই ডিসেম্বরের ছুটি পাশাপাশি হওয়ায় টানা দুইদিনের ছুটি মিলেছে বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা ও শ্রমিকদের। এই সুযোগে অনেকে গ্রামের বাড়ি বা আত্নীয়-স্বজনের বাড়িতে যেতে ঢাকা ছাড়ছে। এতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে।

সরেজমিনে ঘুড়ে দেখা গেছে, দুরপাল্লা বাসের টিকিট কাউন্টার ও বাসস্ট্যান্ডে বাড়ি ফেরা মানুষের ভিড়। বাসের সিট না পেয়ে ট্রাক, পিক-আপ ভ্যানেও যাত্রীরা ফিরছে আপন ঠিকানায়। এসকল মানুষের মধ্যে কারখানার শ্রমিকরাই বেশি।

মোঃ শাহীন নামের এক শ্রমিক দেশ বার্তা ২৪ নিউজ ডটকমকে বলেন, ‘আজ শুক্রবার, কাল শনিবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এজন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। রাস্তায় গাড়ি কম কিন্তু যা আছে তাতে সিট নেই। আমার মতো অনেকেই যাচ্ছে। কেউ ট্রাকে আবার কেউ পিক-আপে। রাস্তায় গাড়ির থেকে মানুষই বেশি।’

পোশাক শ্রমিক আবিদ বলেন, অনেক দিন হলো বাড়িতে যাই না। শুক্র-শনি দুদিন ছুটি পেয়েছি তাই বাড়িতে যাচ্ছি। মাকে অনেকদিন দেখি না। একদিনের ছুটিতে যাওয়া সম্ভব হয় না। দুদিনের ছুটি পেয়েছি তাই ভাবলাম এই সুযোগে মাকে দেখে আসি।