মিয়ানমারের মর্টারশেলের আঘাতে দুই বাংলাদেশি নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে হোসনে আরা (৪৫) নামের এক বাংলাদেশি নারী ও নবী হোসেন নামের এক রোহিঙ্গা (৬৫) নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।
নিহত হোসনে আরা জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। ওই রোহিঙ্গা ব্যক্তি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ বলেন, মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন। ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।
ট্যাগস :