ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ছিনতাইকারীদের কবলে স্ত্রীসহ জাপা নেতা

মোঃ শাহিন হাওলাদার, মির্জাগঞ্জ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়েছেন জাতীয় পার্টির নেতা আবু জাফর মো. সালেহ ও তার স্ত্রী আয়শা। ছিনতাইকারীরা তাদের সঙ্গে থাকা টাকা, স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও একটি লেপটপ নিয়ে পালায়।

মঙ্গলবার (২ এপ্রিল ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়ার বেতাগী-সুবিদখালী সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবু জাফর মো. সালেহ উপজেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ও  সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এবং তাঁর স্ত্রী আয়শা পার্শ্ববর্তী উপজেলা বেতাগীর হোসনাবাদ ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী হিসেবে চাকরি করেন। বর্তমানে তিনি মাতৃত্বকালীন ছুটিতে তার স্বামীর বাসা সুবিদখালীতে আছেন।

এ বিষয়ে ভুক্তভোগী আবু জাফর মো. সালেহ বলেন, জমি ক্রয়ের জন্য আমার স্ত্রী আয়শা বেতাগী সোনালী ব্যাংক থেকে ১ লাখ ১৮ হাজার ৫ শত টাকা উত্তোলন করে এবং তার বাবার কাছে আগের পাওনা ৩ লাখ টাকা এনে একসাথে স্ত্রীর ভ্যানিটি ব্যাগে নিয়ে সুবিদখালীর উদ্দেশ্যে নিজ মোটরসাইকেলে রওয়ানা দেই। সুবিদখালী যাওয়ার পথে দক্ষিণ আমড়াগাছিয়ায় পৌঁছলে ওতপেতে থাকা ৪ টি মোটরসাইকেলে ১০-১১ জন ছিনতাইকারী আমার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমাকে ও আমার স্ত্রীকে বেধড়ক পিটায় এবং আমার স্ত্রীর হাতের ভ্যানিটি ব্যাগে থাকা ওই টাকা, তার গলার ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ১০ আনা ওজনের স্বর্ণের একটি বেসলাইট, দুটি স্মার্টফোন ও একটি লেপটপ ছিনিয়ে নেয়। এসময় আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
৭২ বার পড়া হয়েছে

মির্জাগঞ্জে ছিনতাইকারীদের কবলে স্ত্রীসহ জাপা নেতা

আপডেট সময় ১০:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়েছেন জাতীয় পার্টির নেতা আবু জাফর মো. সালেহ ও তার স্ত্রী আয়শা। ছিনতাইকারীরা তাদের সঙ্গে থাকা টাকা, স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও একটি লেপটপ নিয়ে পালায়।

মঙ্গলবার (২ এপ্রিল ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়ার বেতাগী-সুবিদখালী সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবু জাফর মো. সালেহ উপজেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ও  সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এবং তাঁর স্ত্রী আয়শা পার্শ্ববর্তী উপজেলা বেতাগীর হোসনাবাদ ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী হিসেবে চাকরি করেন। বর্তমানে তিনি মাতৃত্বকালীন ছুটিতে তার স্বামীর বাসা সুবিদখালীতে আছেন।

এ বিষয়ে ভুক্তভোগী আবু জাফর মো. সালেহ বলেন, জমি ক্রয়ের জন্য আমার স্ত্রী আয়শা বেতাগী সোনালী ব্যাংক থেকে ১ লাখ ১৮ হাজার ৫ শত টাকা উত্তোলন করে এবং তার বাবার কাছে আগের পাওনা ৩ লাখ টাকা এনে একসাথে স্ত্রীর ভ্যানিটি ব্যাগে নিয়ে সুবিদখালীর উদ্দেশ্যে নিজ মোটরসাইকেলে রওয়ানা দেই। সুবিদখালী যাওয়ার পথে দক্ষিণ আমড়াগাছিয়ায় পৌঁছলে ওতপেতে থাকা ৪ টি মোটরসাইকেলে ১০-১১ জন ছিনতাইকারী আমার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমাকে ও আমার স্ত্রীকে বেধড়ক পিটায় এবং আমার স্ত্রীর হাতের ভ্যানিটি ব্যাগে থাকা ওই টাকা, তার গলার ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ১০ আনা ওজনের স্বর্ণের একটি বেসলাইট, দুটি স্মার্টফোন ও একটি লেপটপ ছিনিয়ে নেয়। এসময় আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।