মির্জাগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া অনুষ্ঠিত
পটুয়াখালীর মির্জাগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ এপ্রিল ) উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদারের বাসায়, সভাপতিত্বে করেন মো. রফিকুল ইসলাম জোমাদ্দার সঞ্চালনায় মোঃ রাসেল হাওলাদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি মহোদয়ের বড় ভাইয়ের ছেলে দুমকি উপজেলার ভাইস চেয়ারম্যান ও দুমকি জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মোঃ মামুন হাওলাদার ।
বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ জামাল বিশ্বাস, মির্জাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল , মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধা, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা , মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আখতারুল ইসলাম জাস্টিস মৃধা , মির্জাগঞ্জ উপজেলার জাতীয় পার্টি, যুব সংহতি, শ্রমিক পার্টি, ছাত্রসমাজ ও ইউনিয়নের নেতাকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্বে মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের পরিচালনায় আলহাজ্ব এবিএম রুলামিন হাওলাদার এমপি মহোদয়ের বড় ভাই সুলতান হাওলাদার মরহুম নামে ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।