মির্জাগঞ্জে মহান বিজয় দিবসে জাতীয় পার্টির নানান কর্মসূচি পালিত
পটুয়াখালীর মির্জাগঞ্জে নানান কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা জাতীয় পার্টি।
এ উপলক্ষে শনিবার ( ১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা অডিটোরিয়ামের উত্তর পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. মো. আবদুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আঃ জলিল বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, উপজেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. মিজানুর রহমান জাতীয় যুব সংহতির প্রচার সম্পাদক মোঃ শাহিন হাওলাদার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পার্টি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও দলটি দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে।