যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে ব্র্যাকের যুব উৎসব
বাল্য বিয়ে, লৈঙ্গিক নিপীড়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্য-অধিকার এবং লিঙ্গ সমতা নিয়ে ঢাকায় যুব উৎসব করেছে ব্র্যাক।
ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে রোববার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক তরুণের অংশগ্রহণে এ উৎসবের আয়োজন করা হয়।
এ উৎসব আয়োজন করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) নেতৃত্বে পরিচালিত ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্প বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে ‘সমন্বিত যৌন শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থা, সাফল্য ও চ্যালেঞ্জ, এবং আগামী দিনে আমাদের করণীয়’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে ‘আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার, ফেমিনিজম অ্যান্ড কাউন্টারিং ব্যাকলেশেস’ শীর্ষক একটি সেশন পরিচালিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনের ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর বলেন, আমরা যে শিক্ষা বা সামাজিক পরিবেশে বড় হই, সেখানে প্রশ্ন করার অধিকার সম্পর্কে সেভাবে জানানো হয় না। বিশেষত যখন যৌন বিষয়ক বা প্রজনন বিষয়ক প্রশ্ন থাকে। যে কোন তরুণ তরুণীর মনে এ বিষয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু সামাজিকভাবে এই প্রশ্নগুলোকে দাবিয়ে রাখা হয়।