ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ১০ দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী

“বিগত কোরাম হটাও, রাজশাহী ক্রিকেট বাঁচায়” স্লোগানে রাজশাহীতে ১০ দফা দাবি নিয়ে ‘রাজশাহী বিভাগীয় বঞ্চিত খেলায়াড় ও কোচবৃন্দ”র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর)  বিকাল সাড়ে ৪টায় রাজশাহী শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে ক্রিকেট খেলোয়ার, কোচ ও ক্রীড়া সংগঠকরা সরকারের কাছে ১০ দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে

১). বিগত ১৫ বছরের পুরাতন কোরামের সকল সদস্য বাদ দিয়ে নতুন সচ্ছ কমিটি গঠন। ২).  কমিটির মেয়াদ সর্বোচ্চ ৩ বছর হতে হবে। ৩). জেলা ও বিভাগ টিম শুধুমাত্র পারফরম্যান্সের ভিত্তিতে গঠন করতে হবে। ৪). প্রতি বছর বিভাগীয় টিমে অন্তত ২টি করে নতুন খেলোয়াড় জেলাগুলো থেকে পারফরম্যান্সের ভিত্তিতে নিতে হবে। ৫). ন্যাশনাল টিম ব্যাতিত ১ জন খেলোয়াড় সর্বোচ্চ পারফরম্যান্সের ভিত্তিতে ১৫ বছর টিমে থাকতে পারবে। ৬). জবাবদিহিতা ভিত্তিক সিলেক্টর টিম ,কোচ এবং ক্যাপ্টেন নির্বাচন করবেন। ৭). সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন ব্যাতীত টিম গঠনে অন্যকেও  হস্তক্ষেপ করবে  পারবেনা। ৮). উপরোক্ত ব্যাক্তিবর্গের টিম নির্বাচনে পারফরম্যান্স ব্যাতীত আত্বীয়করণ গ্রহণযোগ্য হবে না। ৯). বিভাগীয় টিমে নিজস্ব বিভাগ হতে যোগ্য কোচ ও ম্যানেজার নিয়োগ করতে হবে। ১০). অনূর্ধ ১৪ হতে অনূর্ধ ১৮ সহ জেলা ও বিভাগের দুর্নীতিমুক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

এসময় প্রধান সমন্বয়ক ক্রিকেট প্লেয়ার কামরান হাফিজ ডিকি, প্লেয়ার নাইম ইসলাম জুনিয়র, শষী, সাজু মালিক, কোচ জামিলুর রহমান সাদ, টরে, সাকলাইন সজীব, অভিষেক মিত্র, রমজান আলি,রইজ উদ্দিন বাবু, সাইফুল আজিজ সাজু ,আব্দুল গাফফার রনি, হৃদয়, নাহিদ, মার্শাল , কানন, তুহিন, তমাল, মিন্টু, রাজীব, তুষার , কিসলু, বেবী প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
১১১ বার পড়া হয়েছে

রাজশাহীতে ১০ দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

আপডেট সময় ১০:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

“বিগত কোরাম হটাও, রাজশাহী ক্রিকেট বাঁচায়” স্লোগানে রাজশাহীতে ১০ দফা দাবি নিয়ে ‘রাজশাহী বিভাগীয় বঞ্চিত খেলায়াড় ও কোচবৃন্দ”র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর)  বিকাল সাড়ে ৪টায় রাজশাহী শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে ক্রিকেট খেলোয়ার, কোচ ও ক্রীড়া সংগঠকরা সরকারের কাছে ১০ দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে

১). বিগত ১৫ বছরের পুরাতন কোরামের সকল সদস্য বাদ দিয়ে নতুন সচ্ছ কমিটি গঠন। ২).  কমিটির মেয়াদ সর্বোচ্চ ৩ বছর হতে হবে। ৩). জেলা ও বিভাগ টিম শুধুমাত্র পারফরম্যান্সের ভিত্তিতে গঠন করতে হবে। ৪). প্রতি বছর বিভাগীয় টিমে অন্তত ২টি করে নতুন খেলোয়াড় জেলাগুলো থেকে পারফরম্যান্সের ভিত্তিতে নিতে হবে। ৫). ন্যাশনাল টিম ব্যাতিত ১ জন খেলোয়াড় সর্বোচ্চ পারফরম্যান্সের ভিত্তিতে ১৫ বছর টিমে থাকতে পারবে। ৬). জবাবদিহিতা ভিত্তিক সিলেক্টর টিম ,কোচ এবং ক্যাপ্টেন নির্বাচন করবেন। ৭). সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন ব্যাতীত টিম গঠনে অন্যকেও  হস্তক্ষেপ করবে  পারবেনা। ৮). উপরোক্ত ব্যাক্তিবর্গের টিম নির্বাচনে পারফরম্যান্স ব্যাতীত আত্বীয়করণ গ্রহণযোগ্য হবে না। ৯). বিভাগীয় টিমে নিজস্ব বিভাগ হতে যোগ্য কোচ ও ম্যানেজার নিয়োগ করতে হবে। ১০). অনূর্ধ ১৪ হতে অনূর্ধ ১৮ সহ জেলা ও বিভাগের দুর্নীতিমুক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

এসময় প্রধান সমন্বয়ক ক্রিকেট প্লেয়ার কামরান হাফিজ ডিকি, প্লেয়ার নাইম ইসলাম জুনিয়র, শষী, সাজু মালিক, কোচ জামিলুর রহমান সাদ, টরে, সাকলাইন সজীব, অভিষেক মিত্র, রমজান আলি,রইজ উদ্দিন বাবু, সাইফুল আজিজ সাজু ,আব্দুল গাফফার রনি, হৃদয়, নাহিদ, মার্শাল , কানন, তুহিন, তমাল, মিন্টু, রাজীব, তুষার , কিসলু, বেবী প্রমুখ উপস্থিত ছিলেন।