রাবিতে কিশোরগঞ্জ জেলা ফোরামের সভাপতি সারোয়ার, সম্পাদক মোফাজ্জল
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী সারোয়ার বিন আছিরকে সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী মোফাজ্জল হোসাইনকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জেলা ফোরাম (রাবি-রামেক-রুয়েট) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা ফোরামের প্রধান উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক (অব.) মুহম্মদ নূরুল্লাহ্ গত শনিবার বিকাল পাঁচ ঘটিকায় ২২ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন শাহরিয়ার জামান রামিম, জিদনি রহমান, রাফিউল বাসার, তামিম রহমান, মাজহারুল ইসলাম, রহিমা সিদ্দিকী সূচী, মোফাচ্ছির আজাদ সাকিব, মাহমুদুল আমিন রিয়েল এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাদ মিয়া, রিফাত রাফি, মোস্তাফিজুর রহমান সায়েম, অনয় চন্দ্র দাশ, অপূর্ব বর্মন, মাজিদ ভূইয়া। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আবুল বাশার, মিলন, আনাস ভূইয়া, মো: আজিজুল ইসলাম, ফৌজিয়া নৌরিন ও আলপনা আহমেদ মিম।
এর আগে সংগঠনটি বনভোজনের আয়োজন করে। বনভোজন শেষে আমন্ত্রিত অতিথিরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা বার্তা জানান এবং উক্ত সংগঠনের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ট্যাগস :