রাবি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ ক্যাম্পাসের বিভিন্ন ছিন্নমূল ও দারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের একাংশ কর্মী এই কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচিটি তারা বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর উদ্বোধনে পরিচালনা হয়েছে।
শীতবস্ত্র গ্রহণকারী সাজেদা বানু উচ্ছ্বাস প্রপকাশ করে বলেন, এই শীতে আমাদের অবস্থা খুব খারাপ ছিল। এই ক্যাম্পাসে ভিক্ষা করে খাই আমি। আমাকে দেখার কেউ নেই। আজকে তোমাদের এই কম্বল পেয়ে আমি খুব খুশি ও এই শীত ভালোভাবে কাটাতে পারব।
কর্মসূচির স্বমন্বয়ক শামসুল আরিফিন খান সানি হাজারী বলেন, ইদানীং রাজশাহীসহ সারাদেশে শৈত্যপ্রবাহ চলছে। যার ফলে ক্যাম্পাসে থাকা ভিক্ষুক ও ছিন্নমূল মানুষদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছিল। তাদের এই সংকট নিরসনে আমাদের আজকের এই প্রচেষ্টা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মানিত সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ভাইয়ের দিকনির্দেশনায় আমরা ২২-২৩ সেশনের একাংশ কর্মীগণ এই কর্মসূচি পরিচালনা করছি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ছাত্রলীগ সবসময়ই দেশ ও জাতির ক্রান্তিলগ্নে কাজ করে আসছে। এই তীব্র শীতের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসহায়,দুস্থ এবং ছিন্নমূল মানুষের খুব কষ্ট হচ্ছিল। সেই জায়গা থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম বর্ষের কিছু উদ্যমী কর্মী শীতবস্ত্র(কম্বল) বিতরণের যে উদ্যেগ নিয়েছে তা আমি পূর্ণ সমর্থন এবং সাদর অভিবাদন জানাচ্ছি। তারা এভাবেই যেন ক্যাম্পাসের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সেই প্রত্যাশা করবো।
উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের মতিহার হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম ইসলাম নিলয়, আজিজুল হক আকাশ, তানভীর, শিবলি, রাফি, প্রাঙ্গন, হাসিবসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।