রাবি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার পাঁচ শতাধিক ছিন্নমূল ও দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সৃষ্টিলগ্ন থেকেই আর্ত-মানবতার সেবায় নিয়োজিত। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সহযাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মচারী,ছিন্নমূল,দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়াতে শীতবস্ত্র কর্মসূচি পালন করছি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, বিগত বছরগুলোতে আমরা বিভিন্ন জায়গায় এই কাজকর্মগুলো করেছি। আজকে বাংলাদেশ ছাত্রলীগের ভাইদের সহযোগিতায় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এ কাজ আমরা অতীতে করেছি এবং ভবিষ্যতেও করবো।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে নাদিম নিলয়, আজিজুল হক আকাশ, শামসুল আরেফিন খান সানী, শিবলী তানভীর সহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ট্যাগস :