ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা শুরু আজ

মইনুল ইসলাম রাজু, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৩৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তিনদিনের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৫ মার্চ)। সকাল ৯টা থেকে শুরু হবে সি’ ইউনিটে। চলতি বছর এই ইউনিটে ১ হাজার ৫১৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৭৮৫ জন ভর্তিচ্ছু ৷সে হিসাবে ভর্তিযুদ্ধে আসনপ্রতি লড়বেন ৪৭ জন।
আগামীকাল বুধবার (৬ মার্চ) ব্যাবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং পরদিন বৃহস্পতিবার (৭ মার্চ) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের রাবির ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চার শিফটের এ ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। দ্বিতীয় শিফট বেলা ১১টায় শুরু হয়ে শেষ দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে অধ্যাপক আসাবুল হক বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। আমরা কোনো অভিযোগ পাই নি। আমাদের প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ যেকোনে অঘটন ঘটনা রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে।
এবার প্রতি ইউনিটে চার শিফটে হবে এ ভর্তি পরীক্ষা। এতে তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।
প্রসঙ্গত, এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ টি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
৫১ বার পড়া হয়েছে

রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা শুরু আজ

আপডেট সময় ০১:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৩৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তিনদিনের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৫ মার্চ)। সকাল ৯টা থেকে শুরু হবে সি’ ইউনিটে। চলতি বছর এই ইউনিটে ১ হাজার ৫১৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৭৮৫ জন ভর্তিচ্ছু ৷সে হিসাবে ভর্তিযুদ্ধে আসনপ্রতি লড়বেন ৪৭ জন।
আগামীকাল বুধবার (৬ মার্চ) ব্যাবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং পরদিন বৃহস্পতিবার (৭ মার্চ) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের রাবির ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চার শিফটের এ ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। দ্বিতীয় শিফট বেলা ১১টায় শুরু হয়ে শেষ দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে অধ্যাপক আসাবুল হক বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। আমরা কোনো অভিযোগ পাই নি। আমাদের প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ যেকোনে অঘটন ঘটনা রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে।
এবার প্রতি ইউনিটে চার শিফটে হবে এ ভর্তি পরীক্ষা। এতে তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।
প্রসঙ্গত, এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ টি।