রাশিয়ার ২১টি ভূপাতিত করার দাবি ইউক্রেনের
রাশিয়ার হামলা করা ২৮টি ড্রোনের মধ্যে ২১টি ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। আজ রোববার (৭ জানুয়ারি) রাশিয়া ড্রোন হামলার পাশাপাশি তিনটি ক্রুজ ক্ষেপণান্ত্র হামলাও করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হামলা করেছে রাশিয়া। কিন্তু রাশিয়ার উৎক্ষেপণ করা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের কী হয়েছে সেটা বলেনি ইউক্রেনীয় বাহিনী।
ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেন, খেরসন ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলা করে পরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে রাশিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। তাছাড়া এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া।
এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।