লাঠি হাতে সাভারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
দেশব্যাপী ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে, হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বাঁশের লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলে অংশ নেয় নেতাকর্মীরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে লাঠি হাতে কিছুসময় স্বপক্ষে বিভিন্ন স্লোগান দেন। এসময় বিক্ষোভ মিছিলে ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন জানান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। যত দিন এই অবৈধ তফসিল বাতিল না করে নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ঢাকা জেলা ছাত্রদল রাজপথে থাকবে। আর এখন থেকে কোনো বাধা এলে তা প্রতিহত করা হবে।
ট্যাগস :














