ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ১৮ ককটেল উদ্ধার

নিজস্ব সংবাদ

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ১৮ টি ককটেল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা মোড়ের ফাঁকা মাঠে উদ্ধারকৃত ককটেলগুলো র‍্যাব-৬ এর অধিনায়ক লে. ক. ফিরোজ কবিরের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

পরে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর অধিনায়ক লে. ক. ফিরোজ কবির বলেন, ‘সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র‍্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে কিছু ককটেল উদ্ধার করে।

এ সময় সেখান থেকে ১৮ টি ককটেল উদ্ধার করা হয়।পরবর্তীতে মঙ্গলবার দুপুরে একটি আভিযানিক দল ও র‍্যাব-৬ খুলনার অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম উদ্ধারকৃত ১৮ টি ককটেল নিষ্ক্রিয় করে। ককটেলগুলো অত্যন্ত শক্তিশালী গোলাবারুদ দ্বারা তৈরি। যা বিস্ফোরণ হলে যানবাহনে আগুন ধরে যাওয়া এবং আরোহীদের আহত ও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি মনে করেন।

এ বিষয়ে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং- ১২১৯, তারিখ- ২৫/১২/২০২৩।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার নাজমুল হক। বোম ডিসপোজাল টিম লিডার ডিএডি শামসুল হকসহ ঊর্ধতন  কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
২৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ১৮ ককটেল উদ্ধার

আপডেট সময় ০১:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ১৮ টি ককটেল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা মোড়ের ফাঁকা মাঠে উদ্ধারকৃত ককটেলগুলো র‍্যাব-৬ এর অধিনায়ক লে. ক. ফিরোজ কবিরের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

পরে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর অধিনায়ক লে. ক. ফিরোজ কবির বলেন, ‘সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র‍্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে কিছু ককটেল উদ্ধার করে।

এ সময় সেখান থেকে ১৮ টি ককটেল উদ্ধার করা হয়।পরবর্তীতে মঙ্গলবার দুপুরে একটি আভিযানিক দল ও র‍্যাব-৬ খুলনার অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম উদ্ধারকৃত ১৮ টি ককটেল নিষ্ক্রিয় করে। ককটেলগুলো অত্যন্ত শক্তিশালী গোলাবারুদ দ্বারা তৈরি। যা বিস্ফোরণ হলে যানবাহনে আগুন ধরে যাওয়া এবং আরোহীদের আহত ও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি মনে করেন।

এ বিষয়ে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং- ১২১৯, তারিখ- ২৫/১২/২০২৩।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার নাজমুল হক। বোম ডিসপোজাল টিম লিডার ডিএডি শামসুল হকসহ ঊর্ধতন  কর্মকর্তাবৃন্দ।