সাভার-ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয় ও আহত হয় আরেক আরোহী। নিহত মোটরসাইকেল আরোহীকে সাভার হাইওয়ে ও আহতকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের বাসের চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। আহতকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
নিহতরা হলেন, টাঙাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে মো. রুবেল পারভেজ (৩২), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো.আব্দুল মান্নান (২৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধূপুর গ্রামের মো. খলিলের ছেলে মো. ইসমাইল (১৭)।
আহতরা হলেন, মো. আক্তারুজ্জামান (৪২) ও নিহত ইসমাইলের বাবা খলিল (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরিচাগামী লেনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মো. ইসমাইল। এসময় গুরুতর আহত হন নিহত ইসমাইলের বাবা খলিল। আহত খলিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, ঘটনার পরপরই উভয় পরিবহনের চালক ও সহকারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও সেলফি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।