ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে বন্যার সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব সংবাদ

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগস্টের দিকে বন্যার শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকেই সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা আসে। বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) ধারণা করছেন, বন্যা হতে পারে। আমাদেরকে বলেছেন প্রস্তুত থাকতে, বন্যা যদি হয়েই যায়, তাহলে আমরা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি।

সারা দেশেই বন্যার আশঙ্কা রয়েছে কিনা, সেই প্রশ্ন করা হলে পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার পরে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সেভাবে বলেননি, তবে আমাদের প্রস্তুত থাকতে বলেছেন, যেহেতু বন্যার শঙ্কা রয়েছে। জুলাইয়ের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে কয়েকটি অঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উজানের ঢল আর ভারী বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা ইতিমধ্যে বন্যার কবলে পড়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফেনীর নিচু এলাকা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিরাজগঞ্জেও। আগস্টের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এখনো কোনো ঘোষণা না দিলেও একনেকের সভায় প্রধানমন্ত্রীর সতর্কবার্তা এলো।

এদিকে প্রধানমন্ত্রী প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণে জোর দিতে নির্দেশ দিয়েছেন জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এক প্রকল্পের জন্য যেন একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয় সেই কথাও তিনি বলেছেন।

এ ছাড়া ঢাকা অঞ্চলের আশপাশে যেখানে জমি আছে সেগুলোতে চাষাবাদ ত্বরান্বিত করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জমি অধিকাংশ চলে যাচ্ছে আবাসন প্রকল্পের জন্য।

তবে যেসব জমি এখনো আছে সেগুলো যাতে ফাঁকা পড়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেসব এলাকায় তিন ফসলি বা দোফসলি জমিতে ফসল ভালো হয় সেসব এলাকায় প্রকল্প নেয়া যাবে না। পাশাপাশি জমি অধিগ্রহণের ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
১২১ বার পড়া হয়েছে

সারাদেশে বন্যার সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় ১১:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগস্টের দিকে বন্যার শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকেই সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা আসে। বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) ধারণা করছেন, বন্যা হতে পারে। আমাদেরকে বলেছেন প্রস্তুত থাকতে, বন্যা যদি হয়েই যায়, তাহলে আমরা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি।

সারা দেশেই বন্যার আশঙ্কা রয়েছে কিনা, সেই প্রশ্ন করা হলে পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার পরে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সেভাবে বলেননি, তবে আমাদের প্রস্তুত থাকতে বলেছেন, যেহেতু বন্যার শঙ্কা রয়েছে। জুলাইয়ের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে কয়েকটি অঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উজানের ঢল আর ভারী বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা ইতিমধ্যে বন্যার কবলে পড়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফেনীর নিচু এলাকা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিরাজগঞ্জেও। আগস্টের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এখনো কোনো ঘোষণা না দিলেও একনেকের সভায় প্রধানমন্ত্রীর সতর্কবার্তা এলো।

এদিকে প্রধানমন্ত্রী প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণে জোর দিতে নির্দেশ দিয়েছেন জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এক প্রকল্পের জন্য যেন একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয় সেই কথাও তিনি বলেছেন।

এ ছাড়া ঢাকা অঞ্চলের আশপাশে যেখানে জমি আছে সেগুলোতে চাষাবাদ ত্বরান্বিত করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জমি অধিকাংশ চলে যাচ্ছে আবাসন প্রকল্পের জন্য।

তবে যেসব জমি এখনো আছে সেগুলো যাতে ফাঁকা পড়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেসব এলাকায় তিন ফসলি বা দোফসলি জমিতে ফসল ভালো হয় সেসব এলাকায় প্রকল্প নেয়া যাবে না। পাশাপাশি জমি অধিগ্রহণের ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন তিনি।