সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাদানি নগর মাদ্রাসার সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফউদ্দিন বলেন, মৃত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলো। সে সড়কে চলাফেরা করে থাকতো।
ধারণা করছি রাতে মহাসড়কে উঠার পর চলন্ত কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। তার মাথায় আঘাত রয়েছে। এ ঘটনায় একটি অজ্ঞাত মামলা রুজু করা হবে।
ট্যাগস :