স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন তিনবারের এমপি ইনু
হাসানুল হক ইনু শুধুমাত্র নৌকা প্রতীক নিয়ে এসে এমপি হন, পরবর্তীতে জাসদ হয়ে যান। এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার মানুষের ক্ষোভ রয়েছে। এবং এই নির্বাচনে সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম।
কুষ্টিয়ার ৪ আসনের ৩টিতে ট্রাক, ১টিতে নৌকা বিজয়ী।
কুষ্টিয়া-১ আসনে ট্রাক মার্কা নিয়ে রেজাউল হক চৌধুরী ৮৬৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে ৫১৫৬৭ এবং নৌকা প্রতীকে পেয়েছে ৪৭৫৬৭ ভোট।
কুষ্টিয়া- ২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ট্রাক মার্কা নিয়ে কামরুল আরেফিন ৪১২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে পেয়েছেন ৩৬৭৩১ ভোট। হেভিওয়েট প্রার্থী হাসানুল হক ইনু এই আসনে পরাজিত হয়েছেন।
কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে নৌকা মার্কা নিয়ে মাহাবুব-উল-আলম হানিফ নির্বাচিত হয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার ঈগল প্রতীক নিয়েছিলেন। তিনি নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফের কাছে পরাজিত হয়েছেন।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ৯৮০৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী “নৌকা” প্রতীকের সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০,১১১ ভোট।