স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি ছাত্রলীগের শ্রদ্ধা ও দোয়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
বুধবার (১০ জানুয়ারী) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন দিবসটি উপলক্ষে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ম্যুরালের পাদদেশে শেষ হয়।
পরবর্তীতেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা জানান শাখা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ শাখা ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন হল ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ ই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।