হাসিনার যুক্তরাষ্ট্রে আশ্রয়ের কোনো অনুরোধ পাইনি-ম্যাথিউ মিলার
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আশ্রয়ের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি।
সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের উত্তরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি। সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যাশা অন্তবর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।
ট্যাগস :