ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

৩ কোটি টাকার উপরে স্বর্ণ আটক শাহজালাল বিমানবন্দরে

নিজস্ব সংবাদ

দুবাই থেকে ঢাকায় আসা এমিরাটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইট থেকে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (বি-শিফট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারি পরিচালক ফারহানা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

ফারহানা বেগম বলেন, গোপন সূত্রের ভিত্তিতে দুবাই থেকে ঢাকা গামী (এমিরাটস) এয়ারলাইন্স এর ফ্লাইট নং- EK584 যোগে জনৈক যাত্রী সম্পৃক্ত থাকতে পারেন বলে জানতে পারি। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্ট বি-শিফট এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেন। পরে বিমানটির ১০ নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হবার সাথে সাথে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে ফ্লাইটের (26ক) সিটের যাত্রী এম মাসুদ ইমাম এর পরিচয় নিশ্চিত করা হয়। তার দেহ তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। এছাড়া আরও দুটি  মানিব্যগ উদ্ধার করা হয়, যার ভেতর একাধিক স্বর্ণবার আছে বলে সন্দেহ করা হয়।জব্দকৃত স্বর্ণ (যাত্রীসহ) গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। গণনা করে দুটি মানিব্যাগ থেকে ২৮ টি স্বর্ণবার এবং একটি মানিব্যাগ থেকে ১ টি বড় আকারের স্বর্ণের কয়েন/গোল্ড মেডেল পাওয়া যায়।

মোট উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ২৮ টি স্বর্ণবার, যার ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও ১ টি স্বর্ণের কয়েন, যার ওজন ২৫০ গ্রাম অর্থাৎ উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটণায় স্বর্ণবারসহ যাত্রীকে আটক করা হয় এবং বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
১৬৪ বার পড়া হয়েছে

৩ কোটি টাকার উপরে স্বর্ণ আটক শাহজালাল বিমানবন্দরে

আপডেট সময় ০১:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

দুবাই থেকে ঢাকায় আসা এমিরাটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইট থেকে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (বি-শিফট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারি পরিচালক ফারহানা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

ফারহানা বেগম বলেন, গোপন সূত্রের ভিত্তিতে দুবাই থেকে ঢাকা গামী (এমিরাটস) এয়ারলাইন্স এর ফ্লাইট নং- EK584 যোগে জনৈক যাত্রী সম্পৃক্ত থাকতে পারেন বলে জানতে পারি। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্ট বি-শিফট এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেন। পরে বিমানটির ১০ নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হবার সাথে সাথে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে ফ্লাইটের (26ক) সিটের যাত্রী এম মাসুদ ইমাম এর পরিচয় নিশ্চিত করা হয়। তার দেহ তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। এছাড়া আরও দুটি  মানিব্যগ উদ্ধার করা হয়, যার ভেতর একাধিক স্বর্ণবার আছে বলে সন্দেহ করা হয়।জব্দকৃত স্বর্ণ (যাত্রীসহ) গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। গণনা করে দুটি মানিব্যাগ থেকে ২৮ টি স্বর্ণবার এবং একটি মানিব্যাগ থেকে ১ টি বড় আকারের স্বর্ণের কয়েন/গোল্ড মেডেল পাওয়া যায়।

মোট উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ২৮ টি স্বর্ণবার, যার ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও ১ টি স্বর্ণের কয়েন, যার ওজন ২৫০ গ্রাম অর্থাৎ উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটণায় স্বর্ণবারসহ যাত্রীকে আটক করা হয় এবং বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।