ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আগামী রোববার থেকে পলিথিন ব্যাগ তৈরিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

নিজস্ব সংবাদ

পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে রোববার থেকে (৩ নভেম্বর) কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর গঠিত মনিটরিং কমিটি।

মনিটরিং কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ) তপন কুমার বিশ্বাস বলেন, ‘৩ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’ শনিবার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে এ কথা বলেন তিনি।

আইনানুগ পদক্ষেপ গ্রহণে সব জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সুপারশপের পর কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে পলিথিন ও পলিপ্রপাইলিনের ব্যাগ (টিস্যু ব্যাগ) নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কাঁচাবাজারগুলোতে অভিযান চালায় মনিটরিং টিম।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর পরিবেশ ও বন উপদেষ্টা পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেন। এর অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
২৩ বার পড়া হয়েছে

আগামী রোববার থেকে পলিথিন ব্যাগ তৈরিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

আপডেট সময় ০৪:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে রোববার থেকে (৩ নভেম্বর) কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর গঠিত মনিটরিং কমিটি।

মনিটরিং কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ) তপন কুমার বিশ্বাস বলেন, ‘৩ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’ শনিবার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে এ কথা বলেন তিনি।

আইনানুগ পদক্ষেপ গ্রহণে সব জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সুপারশপের পর কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে পলিথিন ও পলিপ্রপাইলিনের ব্যাগ (টিস্যু ব্যাগ) নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কাঁচাবাজারগুলোতে অভিযান চালায় মনিটরিং টিম।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর পরিবেশ ও বন উপদেষ্টা পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেন। এর অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।