আগামী রোববার থেকে পলিথিন ব্যাগ তৈরিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে রোববার থেকে (৩ নভেম্বর) কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর গঠিত মনিটরিং কমিটি।
মনিটরিং কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ) তপন কুমার বিশ্বাস বলেন, ‘৩ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’ শনিবার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে এ কথা বলেন তিনি।
আইনানুগ পদক্ষেপ গ্রহণে সব জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সুপারশপের পর কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে পলিথিন ও পলিপ্রপাইলিনের ব্যাগ (টিস্যু ব্যাগ) নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কাঁচাবাজারগুলোতে অভিযান চালায় মনিটরিং টিম।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর পরিবেশ ও বন উপদেষ্টা পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেন। এর অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।