ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় আগুনে পুড়ে ৫ বছরের সাকিবের মৃত্যু

আনোয়ার সুলতান, সাভার

 

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেছে সাকিব নামের পাঁচ বছরের এক শিশু।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুন ছড়িয়ে পড়ে প্রায় ৪ টি কক্ষে।

নিহত সাকিবের বাবার নাম নিজামউদ্দিন। তারা ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তবে শামসুন্নাহারের বাসায় ভাড়া থাকতেন তারা। সাকিবের বাবা দিনমজুর ও মা মানুষের বাসায় কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, যেই ঘরে শিশু সাকিব ছিল, সেই ঘরের সব কিছুই আগুনে পুড়ে গেছে। আশেপাশের রুমে আগুন ছড়িয়ে পড়লেও সব পুড়ে যায়নি, সেই রুমের বাসিন্দারা কিছু কিছু জিনিস বের করতে পেরেছে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, শিশুকে তালাবদ্ধ রেখে কাজে যেতেন তার বাবা-মা। কিন্তু আজ সেই ঘর থেকেই আগুনের সূত্রপাত। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল, আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে সাকিবকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় সাকিবকে বের করতে পারেনি। পরে আমরা খবর পেয়ে গিয়ে আগুন নেভাই ও শিশুটির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করি।

অগ্নিকান্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, শিশুটি আগুন নিয়ে খেলছিল নাকি শর্ট সার্কিট হয়েছে তা আপাতত বলতে পারছিনা। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথাই সন্দেহ করছি।

স্থানীয় পাথালিয়া ইউপি সদস্য মোজাফফর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি অনেক দরিদ্র। তারা এই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও তাদের নিজেদের কোন বাড়িঘর নেই। শিশুটির শরীরের প্রায় ৪ ভাগের ৩ ভাগ অংশ নেই। সব পুড়ে গেছে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে একেবারে ছাই। লাশের কিছু অংশ পাওয়া গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
২৩০ বার পড়া হয়েছে

আশুলিয়ায় আগুনে পুড়ে ৫ বছরের সাকিবের মৃত্যু

আপডেট সময় ০৫:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

 

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেছে সাকিব নামের পাঁচ বছরের এক শিশু।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুন ছড়িয়ে পড়ে প্রায় ৪ টি কক্ষে।

নিহত সাকিবের বাবার নাম নিজামউদ্দিন। তারা ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তবে শামসুন্নাহারের বাসায় ভাড়া থাকতেন তারা। সাকিবের বাবা দিনমজুর ও মা মানুষের বাসায় কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, যেই ঘরে শিশু সাকিব ছিল, সেই ঘরের সব কিছুই আগুনে পুড়ে গেছে। আশেপাশের রুমে আগুন ছড়িয়ে পড়লেও সব পুড়ে যায়নি, সেই রুমের বাসিন্দারা কিছু কিছু জিনিস বের করতে পেরেছে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, শিশুকে তালাবদ্ধ রেখে কাজে যেতেন তার বাবা-মা। কিন্তু আজ সেই ঘর থেকেই আগুনের সূত্রপাত। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল, আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে সাকিবকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় সাকিবকে বের করতে পারেনি। পরে আমরা খবর পেয়ে গিয়ে আগুন নেভাই ও শিশুটির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করি।

অগ্নিকান্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, শিশুটি আগুন নিয়ে খেলছিল নাকি শর্ট সার্কিট হয়েছে তা আপাতত বলতে পারছিনা। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথাই সন্দেহ করছি।

স্থানীয় পাথালিয়া ইউপি সদস্য মোজাফফর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি অনেক দরিদ্র। তারা এই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও তাদের নিজেদের কোন বাড়িঘর নেই। শিশুটির শরীরের প্রায় ৪ ভাগের ৩ ভাগ অংশ নেই। সব পুড়ে গেছে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে একেবারে ছাই। লাশের কিছু অংশ পাওয়া গেছে।