ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ও র‍্যালি 

আনোয়ার সুলতান, সাভার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আশুলিয়ায়  স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও র‍্যালি করেছেন শ্রীপুর বৃহত্তর পাইকারী কাপড়ের মার্কেটের দোকানীরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টায় জাতীয় শ্রমীক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ লায়ন ইমামের নেতৃত্বে তিন শতাধিক মানুষ আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার শ্রীপুর বৃহত্তর পাইকারী কাপড়ের মার্কেটের দোকানীরা এই প্রচারণা ও র‍্যালি করেন তারা। এসময় তাদের সাথে সাধারণ মানুষরাও যোগ দিয়েছেন এই র‍্যালিতে।

র‍্যালিটি শ্রীপুর বৃহত্তর পাইকারী মার্কেট থেকে শুরু হয়ে শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলের সামনে হয়ে রহমান প্লাজায় এসে শেষ হয়।

এসময় জাতীয় শ্রমীক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ লায়ন ইমাম বলেন, এই বিদেশিরা যদি না আসতো সাধারণ জনগণ যদি না আসতো তাহলে আমরা বাঁশ কেটে সাভার নামাবাজারে বসে খেতে হতো। আপনারা আসার কারনে আমাদের কপাল খুলেছে। আর হেবি ওয়েট প্রার্থী মুরাদ জং বলে লালমাটি ‘আইয়ো’। এই আইয়োতে কাজ হবে না।

তিনি আরো বলেন, আমরা যারা এইখানে বাড়িঘর করেছি, ব্যবসা বানিজ্য করেছি আমরা ৭ তারিখে সাইফুল ভাইকে বিপুল ভোটে ট্রাক মার্কায় বিজয় করে এই আমরা লালমাটির বাইরে যারা বাড়ি করেছি ভাড়াটিয়া যারা আছি, ব্যবসা যারা করেছি শ্রমিক, কৃষাণ, ভ্যানওয়ালা আমরা প্রমান করে দিবো জনতার এমপি সাইফুল ভাই।

লায়ন ইমাম বলেন, প্রতিদিন আসরের পর ১৫ মিনিটের জন্য আগামী ৭ তারিখ পর্যন্ত এই মিছিল অব্যাহত থাকবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
৪২৬ বার পড়া হয়েছে

আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ও র‍্যালি 

আপডেট সময় ০১:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আশুলিয়ায়  স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও র‍্যালি করেছেন শ্রীপুর বৃহত্তর পাইকারী কাপড়ের মার্কেটের দোকানীরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টায় জাতীয় শ্রমীক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ লায়ন ইমামের নেতৃত্বে তিন শতাধিক মানুষ আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার শ্রীপুর বৃহত্তর পাইকারী কাপড়ের মার্কেটের দোকানীরা এই প্রচারণা ও র‍্যালি করেন তারা। এসময় তাদের সাথে সাধারণ মানুষরাও যোগ দিয়েছেন এই র‍্যালিতে।

র‍্যালিটি শ্রীপুর বৃহত্তর পাইকারী মার্কেট থেকে শুরু হয়ে শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলের সামনে হয়ে রহমান প্লাজায় এসে শেষ হয়।

এসময় জাতীয় শ্রমীক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ লায়ন ইমাম বলেন, এই বিদেশিরা যদি না আসতো সাধারণ জনগণ যদি না আসতো তাহলে আমরা বাঁশ কেটে সাভার নামাবাজারে বসে খেতে হতো। আপনারা আসার কারনে আমাদের কপাল খুলেছে। আর হেবি ওয়েট প্রার্থী মুরাদ জং বলে লালমাটি ‘আইয়ো’। এই আইয়োতে কাজ হবে না।

তিনি আরো বলেন, আমরা যারা এইখানে বাড়িঘর করেছি, ব্যবসা বানিজ্য করেছি আমরা ৭ তারিখে সাইফুল ভাইকে বিপুল ভোটে ট্রাক মার্কায় বিজয় করে এই আমরা লালমাটির বাইরে যারা বাড়ি করেছি ভাড়াটিয়া যারা আছি, ব্যবসা যারা করেছি শ্রমিক, কৃষাণ, ভ্যানওয়ালা আমরা প্রমান করে দিবো জনতার এমপি সাইফুল ভাই।

লায়ন ইমাম বলেন, প্রতিদিন আসরের পর ১৫ মিনিটের জন্য আগামী ৭ তারিখ পর্যন্ত এই মিছিল অব্যাহত থাকবে