ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কোটা সংস্কার আন্দোলন: বাইরে সড়ক অবরোধ ভেতরে ছাত্রলীগের মিছিল

ওয়াসিফ আল আবরার, ইবি

সরকারি চাকরিতে ৩০% মুক্তিযুদ্ধ কোটার বিপক্ষে দেশব্যাপী চলমান কোটা সংস্কার দাবীতে আজও পুলিশের বাধা উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে একই সময়ে শিক্ষার পরিবেশ অব্যাহত রাখা ও জনদূর্ভোগ নিরসনের দাবীতে পালটা কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে জড়ো হয়ে পদযাত্রা শুরু করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় প্রধান ফটক আটকে কড়া পাহাড়ায় ছিল পুলিশের সদস্যরা। একপর্যায়ে পুলিশি বাধা অতিক্রম করে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রায় ঘন্টাখানেক কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখার পর অবস্থান থেকে সড়ে যায় শিক্ষার্থীরা। আন্দোলনের শেষ পর্যায়ে মুজিব ম্যুরাল প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজনে প্রতিবাদ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

এদিকে, বিকাল ৪ টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদূর্ভোগ তৈরী না করে ক্লাস পরীাক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে মিছিল এবং সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে সমাবেশে রূপ নেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
১১৩ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলন: বাইরে সড়ক অবরোধ ভেতরে ছাত্রলীগের মিছিল

আপডেট সময় ০৬:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে ৩০% মুক্তিযুদ্ধ কোটার বিপক্ষে দেশব্যাপী চলমান কোটা সংস্কার দাবীতে আজও পুলিশের বাধা উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে একই সময়ে শিক্ষার পরিবেশ অব্যাহত রাখা ও জনদূর্ভোগ নিরসনের দাবীতে পালটা কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে জড়ো হয়ে পদযাত্রা শুরু করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় প্রধান ফটক আটকে কড়া পাহাড়ায় ছিল পুলিশের সদস্যরা। একপর্যায়ে পুলিশি বাধা অতিক্রম করে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রায় ঘন্টাখানেক কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখার পর অবস্থান থেকে সড়ে যায় শিক্ষার্থীরা। আন্দোলনের শেষ পর্যায়ে মুজিব ম্যুরাল প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজনে প্রতিবাদ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

এদিকে, বিকাল ৪ টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদূর্ভোগ তৈরী না করে ক্লাস পরীাক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে মিছিল এবং সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে সমাবেশে রূপ নেয়।