ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বাধাহীন বিদ্যুতের তার চুরি

মামুনর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

বিদ্যুতের মূল লাইন থেকে তার কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। মাসের পর মাস বন্ধ হয়ে থাকছে রোড ল্যাম্প।

খুলনা বিটিভি উপকেন্দ্রের পাশের ঈদগাহ রোডে এই ভুতুড়ে অন্ধকার। ঈদগাহ রোডের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন বলেন সন্ধ্যায় কর্মক্ষেত্র থেকে ফিরে বায়তুল ফালাহ মোড় থেকে বাসার রাস্তায় (ঈদগাহ রোড) অন্ধকার দেখে লোডশেডিং ভেবে বাইরেই অপেক্ষা করছিলেন। কিন্তু ঘন্টা খানিক বাদেও বিদ্যুৎ না আসায় বাসার দিকে এগিয়ে দেখেন আশপাশের বাসাবাড়িতে বিদ্যুৎ আছে। শুধু রাস্তায় নেই। এভাবেই সারা রাত অন্ধকার হয়ে পড়ে থাকে রাস্তা। সকালে যাচাই-বাছাই করে জানতে পারেন বৈদ্যুতিক পোল থেকে রোডল্যাম্পের তার চুরি করে নিয়ে গেছে চোরেরা।

চুরি ঠেকাতে না পারার চেয়েও অন্ধকারে দিনেরপর দিন ডুবে থাকা আরও বেশি কষ্টের। এলাকার বাসিন্দাদের কেউ কেউ নাম না প্রকাশের শর্তে জানান- এমন চুরি আগেও হয়েছে। কিন্তু কারো মাথা ব্যথা নেই এই নিয়ে। অন্ধকার হয়ে পড়ে থাকে রাস্তা। দূর্ঘটনার আশংকায় মাসের মর মাস দিন কাটে আমাদের। বহুদিন বাদে আনুমানিক মাস তিনেক আগে পুনরায় তার জোড়া দিয়ে আলোকিত করা হয়েছিলো পুরো রাস্তার সবকটি পোলের লাইট। কিন্তু কদিন না যেতেই আবার একই ঘটনা। ভুতুড়ে অন্ধকারে ডুবে আছি আমরা। নেই কোনো সমাধান।

খুলনা বিটিভির পাশের এই ঈদগাহ রোড খুলনা নগরের একটি গুরুত্বপূর্ণ প্রধান সড়ক। এ সড়কের একপাশে রয়েছে পুলিশ অফিসার্স মেস এর গেট। সাবেক সাংসদ ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বাসা এই রাস্তায়। একটি বিশাল এলাকার নারী-পুরুষেরা এই রাস্তা ধরেই চলাচল করেন বাজার কিংবা দৈনন্দিন কাজের চাহিদা মেটাতে। প্রধান সড়কের বড় বড় গাড়ির কারণে দূর্ঘটনাসহ ছিন্তাই বা মাদক বা বিভিন্ন ধরনের বিপদের সম্ভাবনা নিয়ে বিভাগীয় শহরের প্রধান এমন একটি রাস্তা আধুনিকতার মান কতটা বহন করে? তা ভেবে দেখার বিষয়ও বটে।

খুলনা খালিশপুর ঈদগাহ রাস্তার ভুতুড়ে অন্ধকার ও নগরবাসীর চলমান ও সাম্ভাব্য বিপদ শীঘ্রই খুলনা আধুনিক নগর সংশ্লিষ্ট অফিসগুলোর নজরে পড়বে বলে আমরা আশা রাখি। এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের মধ্য দিয়ে নগরবাসীর বিপদমুক্ত জীবন-মান নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
২৩১ বার পড়া হয়েছে

খুলনায় বাধাহীন বিদ্যুতের তার চুরি

আপডেট সময় ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

বিদ্যুতের মূল লাইন থেকে তার কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। মাসের পর মাস বন্ধ হয়ে থাকছে রোড ল্যাম্প।

খুলনা বিটিভি উপকেন্দ্রের পাশের ঈদগাহ রোডে এই ভুতুড়ে অন্ধকার। ঈদগাহ রোডের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন বলেন সন্ধ্যায় কর্মক্ষেত্র থেকে ফিরে বায়তুল ফালাহ মোড় থেকে বাসার রাস্তায় (ঈদগাহ রোড) অন্ধকার দেখে লোডশেডিং ভেবে বাইরেই অপেক্ষা করছিলেন। কিন্তু ঘন্টা খানিক বাদেও বিদ্যুৎ না আসায় বাসার দিকে এগিয়ে দেখেন আশপাশের বাসাবাড়িতে বিদ্যুৎ আছে। শুধু রাস্তায় নেই। এভাবেই সারা রাত অন্ধকার হয়ে পড়ে থাকে রাস্তা। সকালে যাচাই-বাছাই করে জানতে পারেন বৈদ্যুতিক পোল থেকে রোডল্যাম্পের তার চুরি করে নিয়ে গেছে চোরেরা।

চুরি ঠেকাতে না পারার চেয়েও অন্ধকারে দিনেরপর দিন ডুবে থাকা আরও বেশি কষ্টের। এলাকার বাসিন্দাদের কেউ কেউ নাম না প্রকাশের শর্তে জানান- এমন চুরি আগেও হয়েছে। কিন্তু কারো মাথা ব্যথা নেই এই নিয়ে। অন্ধকার হয়ে পড়ে থাকে রাস্তা। দূর্ঘটনার আশংকায় মাসের মর মাস দিন কাটে আমাদের। বহুদিন বাদে আনুমানিক মাস তিনেক আগে পুনরায় তার জোড়া দিয়ে আলোকিত করা হয়েছিলো পুরো রাস্তার সবকটি পোলের লাইট। কিন্তু কদিন না যেতেই আবার একই ঘটনা। ভুতুড়ে অন্ধকারে ডুবে আছি আমরা। নেই কোনো সমাধান।

খুলনা বিটিভির পাশের এই ঈদগাহ রোড খুলনা নগরের একটি গুরুত্বপূর্ণ প্রধান সড়ক। এ সড়কের একপাশে রয়েছে পুলিশ অফিসার্স মেস এর গেট। সাবেক সাংসদ ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বাসা এই রাস্তায়। একটি বিশাল এলাকার নারী-পুরুষেরা এই রাস্তা ধরেই চলাচল করেন বাজার কিংবা দৈনন্দিন কাজের চাহিদা মেটাতে। প্রধান সড়কের বড় বড় গাড়ির কারণে দূর্ঘটনাসহ ছিন্তাই বা মাদক বা বিভিন্ন ধরনের বিপদের সম্ভাবনা নিয়ে বিভাগীয় শহরের প্রধান এমন একটি রাস্তা আধুনিকতার মান কতটা বহন করে? তা ভেবে দেখার বিষয়ও বটে।

খুলনা খালিশপুর ঈদগাহ রাস্তার ভুতুড়ে অন্ধকার ও নগরবাসীর চলমান ও সাম্ভাব্য বিপদ শীঘ্রই খুলনা আধুনিক নগর সংশ্লিষ্ট অফিসগুলোর নজরে পড়বে বলে আমরা আশা রাখি। এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের মধ্য দিয়ে নগরবাসীর বিপদমুক্ত জীবন-মান নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস।