খুলনায় বেকারত্ব ও অভাবের তাড়নায় আত্মহত্যা
খুলনার খালিশপুরে প্লাটিনাম স্কুলের ২০১৮ ব্যাচ এর ছাত্র ‘রায়হান’ ঢাকা বার্ন ইউনিটে’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গায়ে পেট্রোল ঢেলে আগুনে ধরিয়ে আত্মহত্যার চেষ্টায় রায়হানের শরীরের প্রায় পঁচানব্বই ভাগ পুড়ে যায়। এ অবস্থায় তিন দিন চিকিৎসা সেবাশেষে মঙ্গলবার রাত ১টা পাঁচ মিনিটে ‘ঢাকা বার্ন ইউনিটে’র চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷
মেডিকেল অফিশিয়াল নিয়মনীতি পালন শেষে রায়হানের মরদেহ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেবার অপেক্ষায় রয়েছেন তার আত্মীয়-স্বজনেরা।
এর আগে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় রায়হান (২২)। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহায়তায় তাকে খুলনা আড়াইশো বেড হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং ঢাকা বার্ন ইউনিটে নিয়ে রায়হানকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্র বলছে, অভাবজনিত হতাশা এবং অভাব সৃষ্ট পারিবারিক অস্থিরতার তাড়নায় গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় রায়হান। রায়হানের বাবা খুলনা প্লাটিনাম জুবলি জুট মিল বন্ধের কারণে চাকরিহীন হয়ে পড়ে। পরিবার নিয়ে বিভিন্নভাবে টিকে থাকার যুদ্ধে পেরে উঠছিলেন না তিনি। এরমধ্যেই বেকার ছোট ছেলে রায়হান একটি চাকরির আশায় চট্রগ্রাম রওনা দিতে পরিবারের কাছে কিছু টাকা আশা করেন। কিন্তু টাকা বিষয়ে পরিবারের ব্যর্থতায় দিশেহারা হয়ে আত্মহত্যার চেষ্টা চালায় রায়হান।