কে হবে প্রধান বিরোধী দল
দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দ্বাদশ সংসদে কে হবে প্রধান বিরোধী দল সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন কে বিরোধী দল হওয়া উচিত? এসময় সাংবাদিকরা বলেন সংসদের দ্বিতীয় বৃহত্তম দল। তখন তিনি আবার বলেন, তাহলে ধরে নিন তারায় হচ্ছে বিরোধী দল।
তাহলে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী হয়ে যাচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ মানে? তাদের পার্টি হচ্ছে জাতীয় পার্টি নট আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্রই আছে। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি।