ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ নির্বাচন| টাঙ্গাইল- ০৫

টাঙ্গাইল সদরে নৌকার ভুবি, হ্যাট্রিক করলেন ছানোয়ার

স্টাফ রিপোর্টার

মনোনয়ন জমা, নির্বাচনী প্রচার-প্রচারণা, সভা, মিছিল- মিটিং সবমিলে উৎসবমূখর আমেজে মেতে ছিলো পুরো টাঙ্গাইলবাসী। এ আসনে প্রতিদ্বন্দিতা করেন ০৯ জন প্রার্থী। পরবর্তীতে জামিলুর রহমান মিরন নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থন জানান।

রোববার ৭ জানুয়ারি, টাঙ্গাইলের সদর উপজেলা ০৫ আসনে ভোটের মাধ্যমে আবারো সংসদ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন আলহাজ্ব ছানোয়ার হেসেন (ঈগল মার্কা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুনকে ৬৪০৯ ভোটে পরাজিত করেন।

গত ২৬ নভেম্বর (রবিবার) ৩০০ আসনে নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র লড়াইয়ে নাম লিখান পরপর দুইবারের নির্বাচিত ও (সাদা মনের মানুষ খ্যাত) ছানোয়ার হোসেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হলে ছানোয়ার হেসেন প্রতীক পান (ঈগল)

টানা ২ বারের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছিলেন ০৫ আসনে নৌকার জন্য বড় চ্যালেঞ্জ। ১ পৌরসভা ও ১২ টি ইউনিয়ন নিয়ে টাঙ্গাইল সদর উপজেলা। যার মধ্যে চরাঞ্চলে ছিলো ছানোয়ার হোসেনের ব্যাপক জনপ্রিয়তা। গত নির্বাচনে তিনি ১,৪৯,৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোটে নির্বাচিত হয়ে আলহাজ্ব ছানোয়ার হোসেন বেশ উচ্ছাস প্রকাশ করেছেন। এ সময় তার কর্মী- সমর্থকরা বিশাল বিজয় মিছিল ও শোডাউন করে।

নির্বাচিত ছানোয়ার হোসেন “দেশবার্তা২৪নিউজকে” বলেন, সদর উপজেলার মানুষকে আমি মনে প্রাণে ভালোবাসি, তারা আমার ভালোবাসার প্রতিদান দিয়েছে। আমার বিশ্বাস ছিলো জনগণ ০৫ আসনে যোগ্য প্রার্থীকে ভোটে নির্বাচিত করবে। সকলের কাছে আমি কৃতজ্ঞ।

ভোটের ফলাফলঃ

মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৮৩০, মোট বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৯শত ১৮, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ৭৪৮। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৯%।

ছানোয়ার হোসেন (ঈগল)- ৭২২৭৬ (বিজয়ী)

মামুনুর  রশীদ মামুন (নৌকা)- ৬৫৮৬৭

মুরাদ সিদ্দিকি (মাথাইল) – ২০৭৯০

মোজাম্মেল হক (লাঙ্গল)- ৫১৯১

খন্দকার আহসান হাবিব (কেটলি) – ১৫৮৪

হযরত খান ভাসানী (একতারা) – ১০৫৪

তৌহিদুর রহমান চাকলাদার (নোঙর) – ৬৫৭

শরিফুজ্জামান খান (সোনালি আঁশ) – ৩১৪

জামিলুর রহমান মিরন (ট্রাক) ৯৭

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
৫২৩ বার পড়া হয়েছে

দ্বাদশ নির্বাচন| টাঙ্গাইল- ০৫

টাঙ্গাইল সদরে নৌকার ভুবি, হ্যাট্রিক করলেন ছানোয়ার

আপডেট সময় ০৪:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

মনোনয়ন জমা, নির্বাচনী প্রচার-প্রচারণা, সভা, মিছিল- মিটিং সবমিলে উৎসবমূখর আমেজে মেতে ছিলো পুরো টাঙ্গাইলবাসী। এ আসনে প্রতিদ্বন্দিতা করেন ০৯ জন প্রার্থী। পরবর্তীতে জামিলুর রহমান মিরন নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থন জানান।

রোববার ৭ জানুয়ারি, টাঙ্গাইলের সদর উপজেলা ০৫ আসনে ভোটের মাধ্যমে আবারো সংসদ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন আলহাজ্ব ছানোয়ার হেসেন (ঈগল মার্কা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুনকে ৬৪০৯ ভোটে পরাজিত করেন।

গত ২৬ নভেম্বর (রবিবার) ৩০০ আসনে নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র লড়াইয়ে নাম লিখান পরপর দুইবারের নির্বাচিত ও (সাদা মনের মানুষ খ্যাত) ছানোয়ার হোসেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হলে ছানোয়ার হেসেন প্রতীক পান (ঈগল)

টানা ২ বারের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছিলেন ০৫ আসনে নৌকার জন্য বড় চ্যালেঞ্জ। ১ পৌরসভা ও ১২ টি ইউনিয়ন নিয়ে টাঙ্গাইল সদর উপজেলা। যার মধ্যে চরাঞ্চলে ছিলো ছানোয়ার হোসেনের ব্যাপক জনপ্রিয়তা। গত নির্বাচনে তিনি ১,৪৯,৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোটে নির্বাচিত হয়ে আলহাজ্ব ছানোয়ার হোসেন বেশ উচ্ছাস প্রকাশ করেছেন। এ সময় তার কর্মী- সমর্থকরা বিশাল বিজয় মিছিল ও শোডাউন করে।

নির্বাচিত ছানোয়ার হোসেন “দেশবার্তা২৪নিউজকে” বলেন, সদর উপজেলার মানুষকে আমি মনে প্রাণে ভালোবাসি, তারা আমার ভালোবাসার প্রতিদান দিয়েছে। আমার বিশ্বাস ছিলো জনগণ ০৫ আসনে যোগ্য প্রার্থীকে ভোটে নির্বাচিত করবে। সকলের কাছে আমি কৃতজ্ঞ।

ভোটের ফলাফলঃ

মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৮৩০, মোট বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৯শত ১৮, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ৭৪৮। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৯%।

ছানোয়ার হোসেন (ঈগল)- ৭২২৭৬ (বিজয়ী)

মামুনুর  রশীদ মামুন (নৌকা)- ৬৫৮৬৭

মুরাদ সিদ্দিকি (মাথাইল) – ২০৭৯০

মোজাম্মেল হক (লাঙ্গল)- ৫১৯১

খন্দকার আহসান হাবিব (কেটলি) – ১৫৮৪

হযরত খান ভাসানী (একতারা) – ১০৫৪

তৌহিদুর রহমান চাকলাদার (নোঙর) – ৬৫৭

শরিফুজ্জামান খান (সোনালি আঁশ) – ৩১৪

জামিলুর রহমান মিরন (ট্রাক) ৯৭