ডিমলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী জনসংযোগ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় অবসরপ্রাপ্ত উপ কর কমিশনার, সাবেক প্রধান শিক্ষক, সাবেক মুজিব নগর সরকারের কর্মচারী, বর্তমান ইনকাম ট্যাক্স আইনজীবি ঢাকা ট্যাক্স বার, বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষিত সৈনিক বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল চেয়ারম্যান, আব্দুর রহমান এর নির্বাচনী গনসংযোগের আয়োজন করা হয়েছে।
এতে নাউতারা ইউনিয়নের মডেল বাজার,বটতলী,সোনামনির ডাঙ্গা, শালহাটি, ছোটপুল নাউতারাবাজার, বিভিন্ন সংগঠন, মসজিদ ও গ্রামগঞ্জের কৃষক শ্রমিক মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সদর ইউনিয়নের কুটির ডাঙ্গা, কেয়ার বাজার, সরদার হাটসহ মাঠে খেটে খাওয়া শ্রমজীবি ও ব্যবসায়ীদের স্বচ্ছ ভোটাধিকারের নিশ্চয়তা দেন।
মসজিদ, মাদরাসা, স্কুল, কবরস্থান সহ বিভিন্ন প্রকার দৃশ্যমান উন্নয়ন ও নিজ নামে রহমান গঞ্জ বাজার প্রতিষ্ঠিত করেন।পুকুরে মাছ চাষ, কৃষি কাজে দক্ষতার পরিচায় পাওয়া যায়।
তিনি বলেন যে, উপজেলা চেয়ারম্যান নির্বাচীত হলে ডিমলা উপজেলাকে একটি পরিবর্তনশী ও স্মার্ট উপজেলায় পরিনত করব ইনশাআল্লাহ।