ঢাকা-১৯ এর ৫ প্রার্থী ফিরে পেলেন বৈধতা
ঢাকা-১৯ আসনের প্রার্থীতা বাতিল হওয়া ৫ প্রার্থীর সকলেই নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে ঢাকা-১৯ আসনে এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১৩ তে। অর্থাৎ নির্বাচন কমিশনের তথ্য মতে সংসদীয় আসন ঢাকা-১৯ এর সকল প্রার্থীই এখন বৈধ।
শনিবার (১৬ই ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়। এর আগে গত ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তাদের প্রার্থিতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।
ঢাকা -১৯ আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিল। তাদের মধ্যে ৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করলেও বাকি ৫ জনের প্রার্থীতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে তারা নির্বাচন কমিশনে আপিল করেন।
তাদের মধ্যে বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)’র মো. জুলহাস ১১ ডিসেম্বর, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ ১২ ডিসেম্বর, জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ১৩ ডিসেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মো. সাইফুল ইসলাম মেম্বার ও ১৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় পার্টির আইরীন পারভিন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ঢাকা -১৯ এর বাকি ৮ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ডা এনামুর রহমান, গণফ্রন্টের নুরুল আমিন, জাকের পার্টির মো. শামসুদ্দিন আহম্মেদ, ন্যাশনাল পিপলস পার্টির মো. ইসরাফিল হোসেন সাভারী, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ এবং ২ স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং ও মুহাম্মদ সাইফুল ইসলাম।