দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ উপহার বিতরণ
টাঙ্গাইলের বীরমুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষদের “ঈদ উপহার” হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের অভাবগ্রস্থ ও নিম্নআয়ের অসহায় মানুষের দুরাবস্থার কথা বিবেচনা করে খাদ্য সামগ্রী নিয়ে পাশে থাকার উদ্যোগ গ্রহণ করে জামুকা অনুমোদিত বীরমুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট।’ এরই অংশ হিসেবে ৬ এপ্রিল, শনিবার টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’এর টাঙ্গাইল জেলা কার্যালয়ে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোলাও এর চাল, তেল, দুধ, চিনি, লাচ্ছা সেমাই ও ভার্মিচিলি সেমাই জাতীয় খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ও অ্যাডভোকেট এস আকবর খান, পিপি টাঙ্গাইল।
এসময় আরো উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট’ এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, সহ-সভাপতি মোকাম্মেল হক খান রিচার্ড, সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, শাহরিয়ার আনোয়ার রাজীব, সাংগঠনিক সম্পাদক শাহ জনি, রুমেল আহমেদ, অর্থ সম্পাদক শাহ্আলম মিঞা লিটু, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শায়লা ইয়াসমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আমিনুর রহমান মিলটন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়া, টাঙ্গাইল শহর শাখার সদস্য সচিব তানিয়া চৌধুরী, যুগ্মআহ্বায়ক মোঃ ইমদাদুল হক, কাজী নুসরাত ইয়াসমিন, শিউলি খান সনিসহ টাঙ্গাইল জেলার বীরমুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।
ট্যাগস :