দ্বাদশ নির্বাচন: বগুড়া-৪ নৌকো প্রার্থীর গণসংযোগ
০১/১২/২৩ ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ বগুড়া -৪ (কাহালু – নন্দীগ্রাম) এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে, নন্দীগ্রাম ও কাহালু উপজেলা বিভিন্ন হাট ও বাজারে গন সংযোগ করেছেন, যথাক্রমে নন্দীগ্রাম উপজেলার বিজরুল বাজার, চাকলমা বাজার, নন্দীগ্রাম বাজার, বাসস্ট্যান্ড,ওমুর পুর হাট, নামুট বাজার, কড়িরহাট, কাহালু উপজেলার দেওগ্রাম বাজার, দুর্গাপুর হাট ও মালঞ্চা বাজারে।
এসময় সঙ্গে ছিলেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আবদুল মান্নান, সহসভাপতি আবদুল হান্নান, মোঃ বদরুজ্জামান খান বদের, মোঃ মানিক উদ্দিন কবিরাজ, এ্যাডঃ আনোয়ার হোসেন পায়েল, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,জামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান, প্রভাষক মোঃ মনোয়ার হোসেন খোকন, পাইকড় ইউনিয়নের চেয়ারম্যান, মিটু চৌধুরী, নারহট্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম, কাহালু উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেক নেত্ববৃন্দ।