ধামইরহাটে ধর্ষণ মামলায় অভিযুক্ত নজরুল ইসলাম কে আটক করেছে র্যাব-৫
নওগাঁর ধামইরহাটে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গত ২৪ ডিসেম্বর দিনভর অভিযান চালিয়ে র্যাব -৫ রাজশাহীর অধীন জয়পুরহাট ক্যাম্পের বিশেষ আভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়, জয়পুরহাট র্যাব (সিপিসি-৩) ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ ডিসেম্বর বিকেলে ৩ টার দিকে উপজেলার হরতকিডাঙ্গা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী হরিতকীডাঙ্গা গ্রামের গমেজ মুন্সির ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৫), কে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, জৈনকা মোসাঃ জিন্নাতুন কে বিয়ে করার কিছুদিন পর মোসাঃ জিন্নাতুন মোঃ নজরুল ইসলাম কে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বললে সে তাদের মধ্যে বিয়ের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে মোসাঃ জিন্নাতুন বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।