নবনির্বাচিত ইবিশিস কমিটির মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস) নির্বাচনে বিজয়ী কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
এর আগে সকালে শিক্ষক সমিতির কার্যালয়ে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বিদায়ী এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপাচার্যের কার্যালয়ে এসে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।